লোহাগাড়া সেনা অভিযানে অস্ত্র, কার্তুজ ও মাদকসহ আটক ১

ফাহাদ ইবনে হাশেম প্রকাশিত: ১০ আগস্ট , ২০২৫ ১৯:১০ আপডেট: ১০ আগস্ট , ২০২৫ ১৯:১০ পিএম
লোহাগাড়া সেনা অভিযানে অস্ত্র, কার্তুজ ও মাদকসহ আটক ১

চট্টগ্রামের লোহাগাড়া সেনা অভিযানে দেশীয় তৈরি অস্ত্র, এলজিঃ ০৩ টি, ৯ মিঃমিঃ পিস্তলঃ ০১ টি, এ্যামুনেশনঃ ০৪ রাউন্ড, কার্তুজঃ ০৫ রাউন্ড, রামদাঃ ০৪ টি, ইয়াবাঃ ১৯ পিচসহ নিজাম সিকদার (৪০) নামের একজনকে আটক করেছে লোহাগাড়া দায়িত্বরত সেনাবাহিনী।
রবিবার (১০ আগস্ট) রাত আনুমানিক ৪টায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ক্যাপ্টেন শাহারিয়ার কবির এর নেতৃত্বে উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের হরিনাঘোনা এলাকা হতে উক্ত আসামীকে আটক করতে সক্ষম হয়।
আটককৃত নিজাম সিকদার উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের হরিদাঘোনা এলাকার বাসিন্দা আকতার কামাল সিকদারের পুত্র।
জানা যায়, উক্ত আসামি নিজাম সিকদার (৪০) বড়হাতিয়ার কুখ্যাত সন্ত্রাসী এবং ডাকাত গ্রুপ তৌহিদ গ্রুপের একজন গোপনীয় সক্রিয় সদস্য তিনি সন্ত্রাসী গ্রুপটিকে নিয়মিত আর্থিক এবং অস্ত্র ও গোলাবারুদ দিয়ে সহযোগিতা করত।
লোহাগাড়ায় কর্তব্যরত ক্যাপ্টেন শাহারিয়ার কবির জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর বিশেষ টিমের অভিযান পরিচালনা করে দেশীয় তৈরি অস্ত্র, এলজিঃ ০৩ টি, ৯ মিঃমিঃ পিস্তলঃ ০১ টি, এ্যামুনেশনঃ ০৪ রাউন্ড, কার্তুজঃ ০৫ রাউন্ড, রামদাঃ ০৪ টি, ইয়াবাঃ ১৯ পিচসহ নিজাম সিকদার (৪০) নামের একজনকে আটক করতে সক্ষম হয়।
পরবর্তীতে উদ্ধারকৃত অস্ত্র এ্যামুনেশন ইয়াবা এবং অন্যান্য সরঞ্জাম সহ আসামীকে লোহাগাড়া থানায় হস্তান্তর করা হয়।

এই বিভাগের আরোও খবর

Logo