সাংবাদিক তুহিন হত্যার বিচারের দাবিতে কাঠালিয়া প্রেসক্লাবের মানববন্ধন

মোঃ ফয়সাল আহম্মদ প্রকাশিত: ১০ আগস্ট , ২০২৫ ১৯:১৪ আপডেট: ১০ আগস্ট , ২০২৫ ১৯:১৪ পিএম
সাংবাদিক তুহিন হত্যার বিচারের দাবিতে কাঠালিয়া প্রেসক্লাবের মানববন্ধন

গাজীপুরের চান্দনা চৌরাস্তা মসজিদ মার্কেট এলাকায় দৈনিক প্রতিদিনের কাগজ-এর স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে এবং দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে কাঠালিয়া প্রেসক্লাব।
রবিবার (১০ আগস্ট) সকাল ১০টায় প্রেসক্লাব চত্বরে আয়োজিত মানববন্ধনে স্থানীয় সাংবাদিক ছাড়াও বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ অংশ নেন। কর্মসূচিতে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি মাসউদুল আলম এবং সঞ্চালনা করেন সাংবাদিক মো. ফয়সাল আহম্মদ।
এতে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শহিদুল আলম, সাংবাদিক মাওলানা খাইরুল আমিন ছগির, সাংবাদিক মো. রনি সিকদার এবং কাঠালিয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রাকিবুল ইসলাম তুষার। বক্তারা বলেন, সাগর-রুনি হত্যাকাণ্ডসহ দেশের অনেক সাংবাদিক হত্যার সুষ্ঠু বিচার এখনো হয়নি, যা গণমাধ্যমের স্বাধীনতা ও বাক-স্বাধীনতার জন্য বড় হুমকি। বিচারহীনতার কারণে অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠছে।
কাঠালিয়া প্রেসক্লাবের সভাপতি মাসউদুল আলম বলেন, “তুহিন হত্যার দ্রুত ও সুষ্ঠু বিচার নিশ্চিত করতে সবাইকে সোচ্চার হতে হবে, না হলে ভবিষ্যতে আরও সাংবাদিকের প্রাণহানি ঘটতে পারে।” তিনি সাংবাদিকদের জন্য ঝুঁকি ভাতা চালুরও দাবি জানান।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা এলাকায় দুর্বৃত্তরা প্রকাশ্যে কুপিয়ে হত্যা করে সাংবাদিক তুহিনকে। পরদিন শুক্রবার নিহতের বড় ভাই বাদী হয়ে বাসন থানায় হত্যা মামলা দায়ের করেন।

এই বিভাগের আরোও খবর

Logo