কেন্দুয়া সরকারি কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল

কোহিনূর আলম প্রকাশিত: ১০ আগস্ট , ২০২৫ ১৯:২০ আপডেট: ১০ আগস্ট , ২০২৫ ১৯:২০ পিএম
কেন্দুয়া সরকারি কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল

নেত্রকোণার কেন্দুয়া সরকারি কলেজের নবগঠিত ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ।
রবিবার (১০ আগস্ট) দুপুর ১২টায় ছাত্রদলের একাংশের উদ্যোগে কলেজ ক্যাম্পাসে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয় ।
স্বৈরাচারের কমিটি, মানি না মানবো না, অযোগ্যদের কমিটি, মানি না মানবো না- এমন বিভিন্ন শ্লোগানে বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, নবগঠিত কমিটির সহ-সভাপতি হৃদয় আলম, মোবারক হোসেন তালুকদার, মনির মিয়া, খাদেমুল ইসলাম, রাকিব হাসান জিয়া ।
বক্তারা বলেন, ৫ আগস্টের পর ভির জমানো ও সুবিধাবাদী নেতাদের দিয়ে কমিটি গঠন করা হয়েছে । প্রকৃত ত্যাগী নেতাদের মূল্যায়ন করা হয় নি । এমনকি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দোসরদের এ কমিটিতে স্থান দেয়া হয়েছে । তারা আরো বলেন, জামায়াতের পরিবারের কোন সদস্য থাকতে পারে না । অচিরেই নতুন কমিটির বাতিল দাবি জানাই । 
এ সময় উপস্থিত ছিলেন, নবগঠিত কমিটির সহ-সভাপতি রাকিব হাসান সানমুন, পারভেজ মিয়া,  যুগ্ম সাধারণ সম্পাদক নাদিম হাসান চৌধুরী, আবদুল্লাহ নাইম, হাসিবুর রশিদসহ শতাধিক নেতাকর্মী ।
এ বিষয়ে নেত্রকোণা জেলা ছাত্রদলের সভাপতি অনিক মাহমুদ চৌধুরী সাথে মুঠোফোনে যোগাযোগ করা করা হলে তিনি বলেন, অনেক যাচাই -বাছাই করে যোগ্য ও ত্যাগীদের নিয়ে কমিটি ঘোষণা করা হয়েছে । ছাত্রদল একটি বৃহৎ সংগঠন । সবাইকে কমিটিতে স্থান দেয়া সম্ভব নয় । তিনি আরো বলেন, কারো বিরুদ্ধে কোন সুনির্দিষ্ট অভিযোগ থাকলে আমরা সেটা বিবেচনা করে দেখবো । অন্যথায় পুরো কমিটি বাতিলের কোন সম্ভাবনা নেই । 
উল্লেখ্য গত ৭ আগস্ট গঠিত নবগঠিত কমিটি বাতিলের দাবিতে ছাত্রদলের এক অংশের লাগাতার বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হচ্ছে এবং টানটান উত্তেজনা বিরাজ করছে ।

এই বিভাগের আরোও খবর

Logo