জুলাই গণঅভ্যুত্থানের ১ম বর্ষপূর্তি উপলক্ষে কাঠালিয়ায় দোয়া-মোনাজাত, বিজয় র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

মোঃ ফয়সাল আহম্মদ প্রকাশিত: ৫ আগস্ট , ২০২৫ ১৭:০৬ আপডেট: ৫ আগস্ট , ২০২৫ ১৭:০৬ পিএম
জুলাই গণঅভ্যুত্থানের ১ম বর্ষপূর্তি উপলক্ষে কাঠালিয়ায় দোয়া-মোনাজাত, বিজয় র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থানের ১ম বর্ষপূর্তি পালন করা হয়েছে। দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে দোয়া-মোনাজাত, বিজয় র‍্যালি, শোক মিছিল এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ৯টায় উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদ সুজন ও শহীদ রাকিবের কবর জিয়ারতের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। পরে তাঁদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জহিরুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ মং চেন লা, উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আয়োজকরা জানান, শহীদদের আত্মত্যাগ স্মরণে এবং দেশের শান্তি-সমৃদ্ধি কামনায় এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

একই দিনে, তৎকালীন স্বৈরশাসক ও ফ্যাসিবাদের পতনে  বিজয় র‍্যালির আয়োজন করে কাঠালিয়া উপজেলা বিএনপি। এতে নেতৃত্ব দেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. জালালুর রহমান আকন, সাবেক সাধারণ সম্পাদক আকতার হোসেন নিজাম মীরবহর এবং সাংগঠনিক সম্পাদক আলিমুল ইসলাম মুন্সী। এছাড়া ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরাও কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

এদিকে কাঠালিয়া উপজেলা ছাত্রদলের উদ্যোগে শহীদ ও আহত জুলাই যোদ্ধাদের স্মরণে শোক মিছিল বের করা হয়। এতে অংশ নেন জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম রাফি, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. রাকিবুল ইসলাম তুষার মুন্সীসহ অন্যান্য নেতাকর্মীরা।

এছাড়া, বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি-১ (কাঠালিয়া-রাজাপুর) আসনের স্বতন্ত্র প্রার্থী ও মিডিয়া ব্যক্তিত্ব ডা. ফয়জুল হক। সভাপতিত্ব করেন কাঠালিয়া উপজেলা জামায়াতের আমির মাওলানা মুজিবুর রহমান। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সেক্রেটারি অধ্যাপক সাইদুর রহমানসহ বিভিন্ন স্তরের দলীয় নেতৃবৃন্দ।

গণমিছিল শেষে সমাবেশে বক্তারা বলেন, "দেশের জনগণ গণতন্ত্র ও ন্যায়বিচারের জন্য লড়ছে। শহীদদের রক্ত যেন বৃথা না যায়।"

এই বিভাগের আরোও খবর

Logo