শুক্রবার (২৫ জুলাই) দুপুরে আদালতের মাধ্যমে আটক তিনজনকে কারাগারে পাঠিয়েছে পুলিশ। এর আগে গতকাল বৃহস্পতিবার (২৪ জুলাই) রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে জামালপুর থানা পুলিশ। আটককৃতরা হলেন—হাটু ভাঙা গ্রামের বালাই মিয়া, তার স্ত্রী মাধবী বেগম এবং তাদের সহযোগী শাকিল।
জামালপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. মোহেব্বুল্লাহ জানান, গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে দিগপাইত ইউনিয়নের হাটু ভাঙা গ্রামে অভিযান চালানো হয়। এ সময় একটি বাড়িতে তল্লাশি চালিয়ে ৮০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।
এছাড়া ঘটনাস্থল থেকে এক নারীসহ তিনজনকে আটক করা হয়েছে, যারা নিয়মিতভাবে এ মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। তিনি আরও জানান, উদ্ধারকৃত মাদক ও আটকদের থানায় এনে জব্দ তালিকা প্রস্তুত করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং শুক্রবার আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হবে।
এদিকে এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরেই ওই বাড়িতে চোলাই মদের কারবার চলছিল। এতে করে এলাকায় তরুণ সমাজ বিপথে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছিল। অবশেষে পুলিশের অভিযানে তারা কিছুটা স্বস্তি পেয়েছেন।জামালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল মো. আতিক বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের চলমান অভিযান আরও জোরদার করা হয়েছে। মাদক ব্যবসায়ী যেই হোক, তাকে আইনের আওতায় আনা হবে। সমাজ থেকে মাদক নির্মূলে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে।