যথাযথ মর্যাদায় যশোরে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন

এসএম মিরাজুল কবীর টিটো প্রকাশিত: ৬ আগস্ট , ২০২৫ ১৮:২৬ আপডেট: ৬ আগস্ট , ২০২৫ ১৮:২৬ পিএম
যথাযথ মর্যাদায় যশোরে জুলাই  গণঅভ্যুত্থান দিবস উদযাপন
গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মঙ্গলবার সকাল থেকেই যশোর শহরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মঙ্গলবার সকাল থেকেই যশোর শহরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। জেলা প্রশাসনের নেতৃত্বে বিজয় মিছিল বের করা হয়। এতে শিক্ষার্থী, সাংস্কৃতিক সংগঠন ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন। মিছিলটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে শহীদ স্মৃতিস্তম্ভে গিয়ে শেষ হয়। এখানে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আজাহারুল ইসলাম, পুলিশ সুপার রওনক জাহানসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন এবং শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা। উল্লেখ্য, গত বছরের এই দিনে দেশের বিভিন্ন স্থানে ছাত্র-জনতার সক্রিয় অংশগ্রহণে গণআন্দোলনের মুখে পতন হয় ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের। এরপর শুরু হয় নতুন বাংলাদেশ গড়ার অধ্যায়। এ স্বপ্নে অঙ্গীকারবদ্ধ করে তোলে পুরো জাতিকে।


এই বিভাগের আরোও খবর

Logo