দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুর ব্যুরো প্রধান আসাদুজ্জামানকে জবাই করে হত্যা ও বাংলাদেশের আলো’র গাজীপুর প্রতিনিধি আনোয়ার হোসেনকে ধরে নিয়ে হাত-পা থেঁতলে দেয়ার প্রতিবাদে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) ময়মনসিংহের গৌরীপুর উপজেলা শাখার উদ্যোগে বৃহস্পতিবার (৮ আগস্ট/২৫) রাতে উপজেলার কৃষ্ণচূড়া চত্বরে প্রতিবাদ সমাবেশ করে। প্রতিবাদ সমাবেশ শেষে বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।
প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন গৌরীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি কমল সরকার। সঞ্চালনা করেন মফস্বল সাংবাদিক ফোরামের সহ-সভাপতি ও দৈনিক যুগান্তরের গৌরীপুর প্রতিনিধি মো. রইছ উদ্দিন।
হত্যাকাণ্ডে এবং হামলার ঘটনার নিন্দা জানিয়ে এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বক্তব্য রাখেন গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি শাহজাহান কবীর হিরা, গৌরীপুর মাল্টিমিডিয়া সাংবাদিক পরিষদের আহ্বায়ক হুমায়ুন কবীর সুমন, গৌরীপুর বিএমএসএফের সহসভাপতি মো. আব্দুল কাদির (বিডি ২৪ লাইভ), প্রাবন্ধিক সেলিম আল রাজ, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বুরহান (আজকালের খবর), যুগ্ম সম্পাদক হলি সিয়াম শ্রাবণ (দ্যা মনিং গ্লোরী), সহসাংগঠনিক সম্পাদক আব্দুর রউফ দুদু (গৌরীপুর নিউজ), অর্থ সম্পাদক শামীম আলভী (মানবজমিন), প্রতিদিনের কাগজের গৌরীপুর প্রতিনিধি মতিউর রহমান মতি, কাযর্যনির্বাহী সদস্য শ্যামল ঘোষ (বাহাদুর), শামীম আনোয়ার (ফুলতারা), ইমরান হোসেন (আমাদের গৌরীপুর) প্রমুখ।
উল্লেখ্য যে, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে জবাই করে হত্যা করা হয়। একই এলাকায় বুধবার সাংবাদিক আনোয়ার হোসেনকে ধরে নিয়ে হাত-পা থেঁতলে দেয়।