গলাচিপায় 'জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ অনুষ্ঠান' অনুষ্ঠিত

মোঃ রেদওয়ান করিম তালাল প্রকাশিত: ৭ আগস্ট , ২০২৫ ১৫:৫২ আপডেট: ৭ আগস্ট , ২০২৫ ১৫:৫২ পিএম
গলাচিপায় 'জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ অনুষ্ঠান' অনুষ্ঠিত

জুলাই পুর্নজাগরণের মর্মবাণীকে ধারণ করে একটি মানবিক, বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক সমাজ বিনির্মাণের লক্ষ্যে...দেশব্যপী জেলা ও উপজেলা পর্যায়ে আয়োজনের অংশ হিসেবে পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয় এর উদ্যোগে-

কেন্দ্রীয় অনুষ্ঠানের সাথে একাত্বতা প্রকাশ করে 'সেবা মেলা ও লাখো কন্ঠে শপথ পাঠ' অনুষ্ঠান এবং সামাজিক নিরাপত্তা, নারী ও শিশুর মর্যাদা সুরক্ষা এবং সাম্যতার মানবিক দর্শন বিষয়ে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
২৬ জুলাই ২০২৫, শনিবার, সকাল ৯:৩০ টায়
 উপজেলা পরিষদ হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
 উপজেলা সহকারী সমাজসেবা অফিসার মো. সাইফুল ইসলাম সাইউম এর সভাপতিত্বে ও উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার জনাব মাহমুদুল হাসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত কৃষি কর্মকর্তা আকরামুজ্জামান, পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতি, গলাচিপার ডিজিএম মো. ছিদ্দিকুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. ফোরকান মোল্লা, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো. মজনু মোল্লা, উপজেলা গণ অধিকার পরিষদের আহবায়ক মো. হাফিজুর রহমান, প্রেসক্লাব গলাচিপা এর সভাপতি খালিদ হোসেন মিল্টন প্রমুখ।

এছাড়াও জুলাই শহীদ পরিবারের সদস্য, সামাজিক নিরাপত্তা সুবিধাভোগী, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক -শিক্ষার্থী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরোও খবর

Logo