সারাদেশপর ন্যায় নোয়াখালী জেলার সেনবাগ উপজেলায় ৫ ই আগস্ট জুলাই গণঅভ্যূক্ষাণ শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে আজ ৫ ই আগস্ট মঙ্গলবার সকাল ১০ টায় সেনবাগ জেলা পরিষদ মার্কেট মাঠে আনন্দ মিছিল পূর্ববর্তী সেনবাগ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হয়। সেনবাগ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুক্তার হোসেন পাটোয়ারী পাটোয়ারীর সভাপতিত্বে, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক আবদুল হান্নান লিটনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নোয়াখালী -২ আসন থেকে ৫ বার নির্বাচিত সংসদ সদস্য ও সাবেক বিরোধী দলীয় চীফ হুইপ জনাব জয়নুল আবেদীন ফারুক। এ-ই সময় উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, মিয়া মোহাম্মদ ইলিয়াস, নুরনবী বাচ্চু,আমিন উল্লাহ বিএসসি, শহিদুল্লা শহিদ,ফারুক বাবুল,হমায়ন কবির হুমু, মনিরুল ইসলাম হেডমাস্টার, মোঃ ইসমাইল হেডমাস্টার, মোসাদ্দেক হোসেন ভূঞা, আক্তার হোসেন ভূঞা, বকুল আলম মুন্না।বিভিন্ন ইউনিয়ন ও পৌর ওর্য়াড কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক সহ অঙ্গ সংগঠনের নেতা কর্মী।
সমাবেশের পূর্বে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা(জাসাস) অভিনিত পথ নাটিকা "জালিমের শেষ দিন"।পথ নাটিকায় অভিনয় করেন মনির চৌধুরী ও মনিকা দাস।
প্রধান অতিথির বক্তব্যে সাবেক বিরোধী দলীয় চীফ হুইপ বলেন হুসেইন মুহম্মদ এরশাদ মারা গেছেন, আল্লাহ ওনাকে বেহেস্ত নসিব করুন। জীবনে তিনি ভুল করেছেন ১৪ সালের নির্বাচনে হাসপাতালে থেকেও নির্বাচনে অংশ করে। যদি তিনি নির্বাচনে অংশ না নিতেন, তাহলে ফ্যাসিবাদের জন্ম হতোনা। আমাদের সংগ্রাম শেখ হাসিনার বিরুদ্ধে, আমাদের সংগ্রাম নব্য রাজনীতিতে নাম লেখানো দলের বিরুদ্ধে। ইউনুস সাহেব ৮ তারিখে আপনার ক্ষমতার একবছর পূর্ণ হবে।আপনাকে আমাদের ভালো লাগে,আপনার কথা ও কাজ আমাদের ভালো লাগে। আপনার নিকট অনুরোধ কারো প্ররোচনায় পড়ে নির্বাচন পেঁচাবে না।
সমাবেশ শেষে সাবেক বিরোধী দলীয় চীফ হুইপ জনাব জয়নুল আবেদীন ফারুক সাহেবের নেতৃত্বে এক আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়, মিছিলটি সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গেট পর্যন্ত গিয়ে পুনরায় সভাস্থলে এসে শেষ হয়।