লালপুরে প্রাইভেটকার চালককে গলাকেটে হত্যা

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ৯ আগস্ট , ২০২৫ ১২:৪৮ আপডেট: ৯ আগস্ট , ২০২৫ ১২:৪৮ পিএম
লালপুরে প্রাইভেটকার চালককে গলাকেটে হত্যা

নাটোরের লালপুরে সাইদুর রহমান (৩৮) নামে এক প্রাইভেটকার চালককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত পৌনে ১০টার দিকে লালপুর-বনপাড়া আঞ্চলিক মহাসড়কের গোপালপুর  নর্থ বেঙ্গল সুগার মিলস হাইস্কুলের সামনে এ ঘটনা ঘটে।
নিহত সাইদুর কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বামনপাড়া গ্রামের মৃত আলতাব হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে কুষ্টিয়া থেকে প্রাইভেটকারে করে গোপালপুর রেলগেটের দিকে যাচ্ছিলেন সাইদুর রহমান। পথে নর্থ বেঙ্গল সুগার মিলস হাইস্কুলের সামনে দুর্বৃত্তরা তাকে ছুরি দিয়ে গলায় আঘাত করলে গুরুতর আহত অবস্থায় জীবন বাঁচাতে তিনি গাড়ি থেকে বের হয়ে দৌড় দেওয়ার চেষ্টা করেন। কিন্তু কিছুদূর যাওয়ার পর রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা রক্তমাখা মরদেহ পড়ে থাকতে দেখে দ্রুত লালপুর থানা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুজ্জামান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গাড়ির ভেতরেই সাইদুরকে ছুরিকাঘাত করা হয়েছে। ঘটনাস্থল থেকে একটি রক্তমাখা ছুরি উদ্ধার করা হয়েছে। হত্যার কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। খুব শিগগিরই জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

এই বিভাগের আরোও খবর

Logo