রাজবাড়ীর গোয়ালন্দে কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের সরকারি বৃত্তি পরিক্ষা ঠেকাতে মানববন্ধন

মোঃমজিবুর রহমান খান জুয়েল প্রকাশিত: ৯ আগস্ট , ২০২৫ ১২:০১ আপডেট: ৯ আগস্ট , ২০২৫ ১২:০১ পিএম
রাজবাড়ীর গোয়ালন্দে কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের সরকারি বৃত্তি পরিক্ষা ঠেকাতে মানববন্ধন

রাজবাড়ীর গোয়ালন্দে কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের সরকারি প্রাথমিক বৃত্তি পরিক্ষায় অংশগ্রহন ঠেকাতে এবং কতিপয় কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষকদের উদ্ধতপৃুর্ন আচরনের প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালিত হয়েছে। 
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, গোয়ালন্দ উপজেলা শাখার আয়োজনে বৃহস্পতিবার বিকেল সারে ৪ টায় গোয়ালন্দ উপজেলা পরিষদের সামনের মহাসড়কে এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার নাহিদুর রহমানের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন শিক্ষকরা। কর্মসূচিতে  সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ বাবর আলী। বক্তব্য রাখেন সমিতির সহ সভাপতি মোঃ দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক নাসরিন আক্তার ইতি, সহকারী শিক্ষক সমাজের সভাপতি শেখ নাজিম উদ্দীন, সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, প্রধান শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ মমিনুল ইসলামসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ। 
মানববন্ধনে বক্তারা বলেন, প্রাথমিক বৃত্তি পরিক্ষায় শুধু মাত্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহনের সিদ্ধান্ত অত্যন্ত যৌক্তিক।।কিন্তু এ সিদ্ধান্তকে উপেক্ষা করে কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষকরা বিভিন্ন স্হানে মানববন্ধন করে সরকারী বৃত্তি পরিক্ষার বিরুদ্ধে উদ্ধতপূর্ন বক্তব্য দিয়ে যাচ্ছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে সাধারণত দরিদ্র পরিবারের শিশুরা পড়ালেখা করে। তাদের জন্য এই শিক্ষা বৃত্তি খুবই প্রয়োজন। কিন্তু কিন্ডারগার্টেন স্কুলগুলোতে স্বচ্ছল পরিবারের শিশুরা পড়ালেখা করে। তাদের এই বৃত্তির প্রয়োজন নেই। তাছাড়া তারা তাদের এসোসিয়েশন থেকে আলাদা বৃত্তির আয়োজন করে থাকে।তবে সরকার চাইলে কিন্ডারগার্টেন স্কুলের জন্য আলাদা বৃত্তির ব্যবস্থা করতেই পারে। তবে একসাথে এই বৃত্তি পরিক্ষার আমরা বিপক্ষে। 

এই বিভাগের আরোও খবর

Logo