রাজবাড়ীতে যৌথবাহিনীর অভিযানে পরিত্যক্ত অস্ত্র ও গুলি উদ্ধার

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ৯ আগস্ট , ২০২৫ ১২:২৪ আপডেট: ৯ আগস্ট , ২০২৫ ১২:২৪ পিএম
রাজবাড়ীতে যৌথবাহিনীর অভিযানে পরিত্যক্ত অস্ত্র ও গুলি উদ্ধার

রাজবাড়ী সদর উপজেলার কাজিকান্দা এলাকায় যৌথবাহিনীর অভিযানে একটি পরিত্যক্ত সাদা শপিং ব্যাগের ভেতর থেকে উদ্ধার করা হয়েছে দেশীয় তৈরি একটি ওয়ান শুটার গান ও দুই রাউন্ড তাজা গুলি।

বুহষ্প‌তিবার (৭ আগস্ট ২০২৫) দুপুর আনুমানিক ৩টার দিকে রাজবাড়ী সদর থানার মোবাইল-১ ডিউটিতে থাকা এসআই (নিঃ) মোঃ মোস্তাফিজুর রহমান, সঙ্গীয় ফোর্স ও অস্থায়ী সেনা ক্যাম্প, রাজবাড়ীর সেনা সদস্যরা যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন।

জানা গেছে, রাজবাড়ী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাজিকান্দা এলাকার বাসিন্দা মোঃ শফিকুর রহমানের বাড়ির পেছনের দক্ষিণ কোনে প্রাচীরের পাশে একটি সাদা শপিং ব্যাগ পড়ে থাকতে দেখে সন্দেহ হয় যৌথবাহিনীর। পরে সাবধানতার সাথে ব্যাগটি খুলে এর ভেতর থেকে একটি ওয়ান শুটার গান উদ্ধার করা হয়, যাতে ট্রিগার ও ফায়ার পিন সংযুক্ত ছিল। একই ব্যাগ থেকে আরো পাওয়া যায় দুটি কার্তুজ— যার একটি সবুজ ও অন্যটি নীল রঙের।

এসআই মোস্তাফিজুর রহমান ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে অস্ত্র ও গুলি জব্দ করেন এবং পরে জিডি নম্বর ৩০২, তারিখ ০৭/০৮/২০২৫ মূলে রাজবাড়ী সদর থানায় সাধারণ ডায়েরি করেন।

এ ঘটনায় কেউ আটক হয়নি। তবে উদ্ধারকৃত অস্ত্র ও গুলির উৎস, উদ্দেশ্য এবং সংশ্লিষ্টতা খতিয়ে দেখতে তদন্ত চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এই বিভাগের আরোও খবর

Logo