রাজবাড়ীতে প্রয়াত আরবান আলীর স্মরণে শোকসভা

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১০ আগস্ট , ২০২৫ ১৯:০৪ আপডেট: ১০ আগস্ট , ২০২৫ ১৯:০৪ পিএম
রাজবাড়ীতে প্রয়াত আরবান আলীর স্মরণে শোকসভা

রাজবাড়ী জেলা ওয়ার্কার্স পার্টির কার্যালয়ে দলের প্রয়াত সাধারণ সম্পাদক কমরেড আরবান আলীর স্মরণে শোকসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ আগস্ট) আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় পলিটব্যুরো সদস্য ও জেলা সভাপতি কমরেড জ্যোতি শংকর ঝন্টু। প্রধান বক্তা ছিলেন ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কমরেড নূর আহমেদ বকুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সদস্য কমরেড জাকির হোসেন, পাবনা জেলা ন্যাপ সভাপতি রেজাউল করিম মনি, নাগরিক কমিটির সাধারণ সম্পাদক ফকীর শাহাদাৎ হোসেন এবং কমরেড আরবান আলীর ভাই আবদুল মান্নান মান্না।

এছাড়া রাজবাড়ী জেলা বার অ্যাসোসিয়েশনের সভাপতি হাবিবুর রহমান বাচ্চু, অ্যাডভোকেট শফিকুল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক বিজন কুমার বসু, অ্যাডভোকেট মাহবুব হোসেন, অ্যাডভোকেট রফিকুল ইসলাম, যুব মৈত্রী জেলা সভাপতি ও জেলা বার অ্যাসোসিয়েশনের ক্রীড়া সম্পাদক কমরেড বিপ্লব কুমার রায়, বাংলাদেশ মহিলা পরিষদ রাজবাড়ী জেলা সাধারণ সম্পাদিকা খ্রীস্টিয়ানো মারিও রেখা, বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক কমরেড সুশান্ত রায়, বাংলাদেশ জাসদ জেলা সভাপতি স্বপন কুমার দাস, জেলা যুগ্ম সাধারণ সম্পাদক কুতুবউদ্দিন সিদ্দিকী, জাতীয় কৃষক সমিতির কেন্দ্রীয় সদস্য ও জেলা সভাপতি কমরেড ছলেমান আলী দলু, জাতীয় শ্রমিক ফেডারেশনের জেলা আহ্বায়ক কমরেড এনায়েত আলী, নাগরিক কমিটির নেতা কমল কে সরকার, যুব মৈত্রী জেলা সাধারণ সম্পাদক কমরেড সেলিম আহমেদসহ আরও অনেকে শোকসভায় অংশ নেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা ওয়ার্কার্স পার্টির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কমরেড অরুণ কুমার সরকার। বক্তারা প্রয়াত আরবান আলীর রাজনৈতিক জীবন, সামাজিক অবদান ও ব্যক্তিত্বের বিভিন্ন দিক তুলে ধরেন এবং তাঁর আদর্শ অনুসরণের অঙ্গীকার ব্যক্ত করেন।

এই বিভাগের আরোও খবর

Logo