রাজবাড়ীতে ডিজিটাল ভূমি সেবা সেন্টারের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ৫ আগস্ট , ২০২৫ ১৭:১৭ আপডেট: ৫ আগস্ট , ২০২৫ ১৭:১৭ পিএম
রাজবাড়ীতে ডিজিটাল ভূমি সেবা সেন্টারের উদ্বোধন

রাজবাড়ী জেলা শহরের শ্রীপুরে আধুনিক প্রযুক্তিনির্ভর ডিজিটাল ভূমি সেবা সেন্টার উদ্বোধন করা হয়েছে।

সোমবার (৪ আগস্ট) দুপুরে এই সেবাকেন্দ্রের উদ্বোধন করেন রাজবাড়ী জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সুলতানা আক্তার।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. তারিফ-উল-হাসান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারিয়া হক, সহকারী কমিশনার মোঃ পলাশ উদ্দিন, ডিজিটাল ভূমি সেন্টারের পরিচালক মোঃ রেহান উদ্দিনসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও সংশ্লিষ্টরা।

জেলা প্রশাসক সুলতানা আক্তার বলেন, “ভূমি সংক্রান্ত সেবা সহজ, স্বচ্ছ ও ডিজিটাল পদ্ধতিতে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে এই সেন্টার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।” এখন থেকে গ্রাহকরা ভূমি সেবা পেতে আর কোন দুর্ভোগে পরতে হবেনা।এখান থেকে তারা তাদের কাঙ্খিত সেবা পীরিসেবা গ্রহন করতে পরবে বলেন তিনি।

উল্লেখ্য, এই সেবাকেন্দ্র থেকে ভূমি উন্নয়ন কর প্রদান, খতিয়ান ও নামজারি সংক্রান্ত তথ্যসহ নানা ডিজিটাল সেবা পাওয়া যাবে।

এই বিভাগের আরোও খবর

Logo