মাদারীপুরে খোয়াজপুর সৈয়দ আবুল হোসেন কলেজে রাজনীতিমুক্ত রাখার দাবিতে মানববন্ধন

মাসুদ রেজা ফিরোজী প্রকাশিত: ৯ আগস্ট , ২০২৫ ১১:৩৩ আপডেট: ৯ আগস্ট , ২০২৫ ১১:৩৩ এএম
মাদারীপুরে খোয়াজপুর সৈয়দ আবুল হোসেন কলেজে রাজনীতিমুক্ত রাখার দাবিতে মানববন্ধন

মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর সৈয়দ আবুল হোসেন কলেজে ছাত্র রাজনীতি বন্ধের দাবিতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুর ১২টায় খোয়াজপুর সৈয়দ আবুল হোসেন কলেজ ক্যাম্পাসে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ঘণ্টা ব্যাপি চলা এ মানববন্ধনে কলেজের বর্তমান ও সাবেক শিক্ষার্থী এবং এলাকাবাসীরা অংশগ্রহণ করেছেন। এ সময় মানববন্ধন থেকে কলেজের শিক্ষার্থীরা কলেজে ছাত্র রাজনীতি নিষিদ্ধসহ ১০ দফা দাবি তুলে ধরেছেন।

এছাড়াও মানববন্ধনে উপস্থিত বক্তারা বলেন, ১৯৮৯ সালে মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুরে সৈয়দ আবুল হোসেন কলেজটি প্রতিষ্ঠা করেন। কলেজটি প্রতিষ্ঠার পর থেকেই এই কলেজ ক্যাম্পাসে সব ধরনের ছাত্র রাজনীতি নিষিদ্ধ রাখা হয়। এমন কি শিক্ষার্থীদের ভর্তির সময় ভর্তি ফরমে অঙ্গীকারনামায় উল্লেখ আছে এই কলেজের শিক্ষার্থীরা কখনোই কোন ছাত্র রাজনীতি করতে পারবে না। বিগত দিনে বিভিন্ন রাজনৈতিক দল ক্ষমতায় আসলেও কখনো এই কলেজ ক্যাম্পাসে কোন ছাত্র রাজনীতি ছিল না। কিছুদিন হলো এই কলেজে জাতীয়তাবাদী ছাত্রদলের একটি কলেজ কমিটি ঘোষণা করা হয়। এ কারণেই আজ এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের আয়োজন করে কলেজের বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা। এ দাবি মানা না হলে পরবর্তীতে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবেন বলে জানান মানববন্ধনে উপস্থিত বক্তারা।

বক্তব্য রাখেন কলেজের সাবেক শিক্ষার্থী মাসুম বিল্লাহ, মো. ইব্রাহিম, মো. নাসির উদ্দিন প্রমুখ। কলেজকে সম্পূর্ণভাবে রাজনীতিমুক্ত রাখার প্রতিশ্রুতি প্রদান, সদ্য ঘোষিত ছাত্রদলের কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা, কমিটিতে থাকা শিক্ষার্থীদের তিন কার্যদিবসের মধ্যে রাজনীতি থেকে সরে দাঁড়ানোর লিখিত আবেদন জমা দেওয়া, কলেজ চলাকালীন সময়ে বহিরাগতদের প্রবেশ রোধ, ক্যাম্পাস সিসি ক্যামেরার আওতায় আনা, নিরাপত্তা নিশ্চিতে সিকিউরিটি গার্ড নিয়োগ, মাদকমুক্ত শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা, শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করে কলেজের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনা, সার্বিক মানোন্নয়নে কার্যকর উদ্যোগ গ্রহণ এবং শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে তুলে ধরা হয়েছে।    

                             

এই বিভাগের আরোও খবর

Logo