মাগুরার বিভিন্ন উপজেলার শত শত হেক্টর জমির ধান ও মাছের ঘের তলিয়ে গেছে

তারিকুল ইসলাম প্রকাশিত: ৯ আগস্ট , ২০২৫ ১৩:০৩ আপডেট: ৯ আগস্ট , ২০২৫ ১৩:০৩ পিএম
মাগুরার বিভিন্ন উপজেলার শত শত হেক্টর জমির ধান ও মাছের ঘের তলিয়ে গেছে
মাগুরা জেলার বিভিন্ন মাঠে শত শত হেক্টর জমি পানির নিচে

মাগুরা জেলার বিভিন্ন মাঠে শত শত হেক্টর জমি পানির নিচে। মাছের ঘের, , স্কুল প্রতিষ্ঠানসহ চলাচলের রাস্তা পানির নিচে। শালিখা উপজেলার, গঙ্গারামপুর, বুনাগাতি, আড়পাড়া, শতখালি, ধনেশ্বর গতি ইউনিয়নসহ বিভিন্ন ইউনিয়নের শতশত হেক্টর জমি পানির নিচে। পাট কাটার পরে কৃষকরা এই সমস্ত জমিতে ধান লাগিয়েছিল। কিন্তু সব ধান ই এখন পানির নিচে। এছাড়া শত শত একর জমির সবজি ও নষ্ট হয়ে গেছে। সবথেকে বড় ক্ষতি হয়েছে পাটের। অতিবৃষ্টিতে আগে পাট তলিয়ে দেওয়ার কারণে বড় হতে পারেনি। ফলে ফলে পাটি উৎপাদন খুব কম হয়েছে। যেখানে হবার কথা এক মন সেখানে হয়েছে ১০ কেজি। এবার পাটের দাম বেশি হল উৎপাদন কম হয়েছে। ফলে কৃষকদের তেমন লাভ হচ্ছে না। মধুখালী প্রাইমারি স্কুল, চটকা বাড়ি প্রাইমারি স্কুল সহ বিভিন্ন প্রাইমারি স্কুল এখন পানির নিচে। এছাড়া ভাটোয়াল মাঠ সম্পূর্ণ তলিয়ে গেছে। এখানে রাস্তাঘাট ও পানির নিচে। নটা ইউনিয়নের ইছামতের বিল পানিতে থৈ থৈ করছে। এবছর ধান লাগিয়ে কিছু করা খুবই ক্ষতিগ্রস্ত হয়েছে। অতিবৃষ্টির কারণে অনেক রাস্তাঘাটে চলাচল করা খুব অসম্ভব। শালী কবে জেলার প্রায় দুই শতাধিক মাছের গেট তলিয়ে যেয়ে লক্ষ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। বেরোল পলিতা ইউনিয়নের সমস্ত মাঠে এখন পানি আর পানি। এই সকল মাঠে প্রচুর ছিল। সমস্ত মাছের ঘের ই এখন পানির নিচে। অনেকেই বলেছেন এবছর অতিবৃষ্টিতে যে রকম ক্ষতি হয়েছে অনেক বছর এরকম ক্ষতি হয়নি। অনেকে বলেছেন এবার খাদ্যের ঘাটতি হতে পারে। 

এই বিভাগের আরোও খবর

Logo