হৃদয়বিদারক এক ঘটনায় নিজের বোনের জীবন বাঁচাতে কিডনি বিক্রির ঘোষণা দিয়েছেন হবিগঞ্জের লাখাই উপজেলার গোয়াকারা গ্রামের হাফেজ ও মাওলানা যুবায়ের রেজা আহমেদ। বোনটির হার্টে ১১x১৬ মিমি আকারের একটি বড় ছিদ্র ধরা পড়েছে, যা জরুরি অপারেশনের জন্য প্রয়োজন প্রায় ৬ লক্ষ টাকা। এই বিপুল পরিমাণ অর্থ জোগাড় করতে না পেরে তিনি এমন কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন।
হাফেজ যুবায়ের রেজা আহমেদ তার ফেসবুক পোস্টে লিখেছেন, “আমি একজন হাফেজ, একজন আলেম। সারা জীবন মানুষের ভালো চেয়েছি, এখন নিজেই সবচেয়ে কঠিন সময় পার করছি। আমার ছোট্ট বোনটি গুরুতর অসুস্থ। তার অপারেশনের জন্য জরুরি টাকা প্রয়োজন — যা আমার মতো একজন সাধারণ মানুষের পক্ষে জোগাড় করা অসম্ভব।”
তিনি আরও উল্লেখ করেন, “আমি কারো কাছে হাত পাততে পারি না। তাই নিজের শরীর থেকে একটি কিডনি বিক্রি করার কঠিন সিদ্ধান্ত নিয়েছি — শুধু যেন আমার বোনটিকে বাঁচাতে পারি। যদি কেউ আমার কিডনিটি নিতে চান এবং এই কঠিন সময়ে আমাকে সাহায্য করেন — তাহলে হয়তো আমার বোন বিনা চিকিৎসায় মারা যাবে না।”
মাওলানা যুবায়েরের রক্তের গ্রুপ A+। তিনি যোগাযোগের জন্য একটি বিকাশ নম্বর (০১৮৮৯৪৫৯৮৫৮) দিয়েছেন। দেশের অসংখ্য বিত্তবান এবং হৃদয়বান মানুষের কাছে তিনি তার বোনের জীবন বাঁচানোর জন্য আকুল আবেদন জানিয়েছেন। এই ঘটনাটি এলাকার মানুষের মধ্যে গভীর উদ্বেগের সৃষ্টি করেছে এবং অনেকেই মানবিক সহায়তার হাত বাড়ানোর জন্য আহ্বান জানিয়েছেন।
একজন আলেম ও হাফেজের এমন করুণ পরিস্থিতিতে পড়ে কিডনি বিক্রির ঘোষণা সমাজের বিত্তবানদের প্রতি এক নীরব প্রশ্ন ছুঁড়ে দিয়েছে— আমরা কি পারি না একটি জীবন বাঁচাতে? আসুন, সকলে মিলে এই অসহায় পরিবারটির পাশে দাঁড়াই এবং যুবায়েরের বোনকে নতুন জীবন দিতে সহায়তা করি।