বানারীপাড়ায় খানাখন্দকে পরিপূর্ণ পৌর শহরের বিপর্যস্ত রাস্তাঘাট সংস্কারের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১১ আগস্ট , ২০২৫ ১৫:৪৩ আপডেট: ১১ আগস্ট , ২০২৫ ১৫:৪৩ পিএম
বানারীপাড়ায় খানাখন্দকে পরিপূর্ণ পৌর শহরের বিপর্যস্ত রাস্তাঘাট সংস্কারের দাবিতে মানববন্ধন

বানারীপাড়ায় উজ্জীবন মানব কল্যান সংস্থার উদ্দ্যোগে পৌর শহরের বিপর্যস্ত রাস্তাঘাট সংস্কারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ১০ আগষ্ট,রবিবার সকাল ১০টায় বানারীপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে মানব কল্যান সংস্থার সভাপতি রাজিব চোকদারের সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংস্থার সহ-সভাপতি মো: ফিরোজ সরদার,সম্পাদক মো: সুমন সরদার,সদস্য রায়হান হাওলাদার, মোসা: তানহা, মিজানুর রহমান প্রমুখ।বক্তারা জনদুর্ভোগ লাঘবে অগ্রাধিকার ভিত্তিতে কতৃপক্ষের কাছে চলাচলে অনুপযোগী পৌর শহরের বিভিন্ন এলাকায় বিপর্যস্ত রাস্তাঘাট সংস্কারের দাবি জানান।উল্লেখ্যযে, গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পূর্ব মুহূর্তে পৌরসভার দুর্নীতিবাজ কর্মকর্তাদের আশ্রয়-প্রশ্রয়ে তড়িঘড়ি করে দুর্নীতির আশ্রয় নিয়ে পৌর শহরের বিভিন্ন রাস্তাঘাট নিম্নমানের কাজ করায় অল্প সময়ের মধ্যে ওইসব রাস্তাঘাট ব্যাপক খানাখন্দকে পরিনত হয়।বর্ষার মৌসুমে ওইসব খানাখন্দক আরো ব্যাপক আকারে ধারন করে বড়বড় গর্তে পরিনত হওয়ায় দীর্ঘদিন যাবত স্কুল,কলেজ, মাদ্রাসার ছাত্র-ছাত্রী ও পথচারীদের চলাচলে নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।খানাখন্দকে প্রতিনিয়ত অটোগাড়ি উল্টে সড়ক দূর্ঘটনার শিকার হচ্ছে অনেক সাধারন মানুষ। এছাড়াও প্রায়ই টিএন্ডটি'র মোড়ে বাস,ট্রাক আটকে ঘন্টার পর ঘন্টা যানজটের সৃষ্টি হচ্ছে। 
এদিকে সোস্যাল মিডিয়ায় ব্যাপক লেখালেখি ও পৌরবাসীর অব্যাহত দাবির প্রেক্ষিতে বানারীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো: বায়েজিদুর রহমান এবং বিএনপি-জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দের হস্তক্ষেপে ১০ আগষ্ট, রবিবার দুপুর থেকে পৌর শহরের বিপর্যস্ত বিভিন্ন সড়ক সংস্কারের কাজ শুরু হয়েছে। সংস্কারের এই উদ্দ্যোগকে সাধুবাদ জানিয়েছে এলাকাবাসী।

এই বিভাগের আরোও খবর

Logo