বগুড়া শেরপুরে একাধিক মামলার আসামি শেরপুরের সাবেক কাউন্সিলর শুভ ইমরান' গ্রেফতার

মো: আমিনুল হক প্রকাশিত: ২৮ জুলাই , ২০২৫ ১৬:৪৯ আপডেট: ২৮ জুলাই , ২০২৫ ১৬:৪৯ পিএম
বগুড়া শেরপুরে একাধিক মামলার আসামি শেরপুরের সাবেক কাউন্সিলর শুভ ইমরান' গ্রেফতার

বগুড়ার শেরপুর পৌর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক ও ১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শুভ ইমরান' (৩০) কে গ্রেপ্তার করেছে পুলিশ।তিনি পৌর শহরের উলিপুর নতুন পাড়ার  মৃত শহিদুল ইসলামের ছেলে। সোমবার (২৮ জুলাই) ভোররাতে ঢাকার আশুলিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে শেরপুর থানা পুলিশ।জানা যায়, গত বছরের ১৭ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি মিছিল ঢাকা-বগুড়া মহাসড়ক অতিক্রম করার সময় শেরপুর উপজেলার ধুনট মোড় এলাকায় হামলার চালায়। তখন রিফাত সরকার (২২) সহ একাধিক আন্দোলনকারী আহত হয়। ২০২৪ সালের ২ নভেম্বর আহত রিফাত সরকার বাদী হয়ে শেরপুর থানায় একটি মামলা দায়ের করেন।মামলায় ১৪৭ জনের নাম উল্লেখ করা হয় । অজ্ঞাতনামা আসামির সংখ্যাও ছিল অনেক।তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে শুভ ইমরানকে ওই মামলার অন্যতম আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়। থানা পুলিশ সূত্রে জানা গেছে, তিনি আরও চারটি মামলার এজাহারভুক্ত আসামি।এ বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি)  মঈনুদ্দিন জানান, ধুনট মোড় হামলায় মামলার তদন্তে শুভ ইমরানের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যায়। তার বিরুদ্ধে আরও কয়েকটি মামলার তথ্য আমাদের হাতে এসেছে। আইনগত প্রক্রিয়া অনুসরণ করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এই বিভাগের আরোও খবর

Logo