পাঁচ দিন পর তদন্ত, এর মধ্যেই লুকিয়ে নথিপত্রে কারচুপি

মোঃ আশিকুর রহমান তুষার প্রকাশিত: ২৬ জুলাই , ২০২৫ ১৭:১১ আপডেট: ২৬ জুলাই , ২০২৫ ১৭:১১ পিএম
পাঁচ দিন পর তদন্ত, এর মধ্যেই লুকিয়ে নথিপত্রে কারচুপি

সরকারি ছুটির দিনে অফিস তালাবদ্ধ, কিন্তু ভেতরে চলছে জোরেশোরে নথিপত্র সাজানোর কাজ! পটুয়াখালীর বাউফল উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে শুক্রবার (২৫ জুলাই) দুপুরে এমনই চিত্র ধরা পড়ে। অভিযুক্ত অফিসে সেদিন প্রবেশ করে দেখা যায়—অফিসের ভেতরে দুইজন অফিস সহকারী ও তিনজন মাঠকর্মী উপস্থিত। তারা অতীতের হাজিরাবহি বের করে সেখানে পেছনের তারিখে স্বাক্ষর করছেন।
অভিযোগ রয়েছে, এসব নথিপত্র রিকশা চালকের মাধ্যমে কোথাও পাঠানো হচ্ছে, যা অত্যন্ত গোপনীয় ও প্রশ্নবিদ্ধ। এ ঘটনার পর আবারও আলোচনায় উঠে আসে বাউফল পরিবার পরিকল্পনা অফিসের অনিয়ম, জালিয়াতি ও দায়িত্বে গাফিলতির বিষয়গুলো।
এর আগে, গণমাধ্যমে একাধিক রিপোর্টে উঠে এসেছিল—উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সানজিদা ইসলাম জেসমিন দিনের পর দিন অফিসে অনুপস্থিত থাকেন, মোবাইল ফোনে রাখা আইরিশ স্ক্যান দিয়ে হাজিরা দেখান, ফলে কার্যত পুরো দপ্তরের কার্যক্রম থাকে অচল। এসব অভিযোগে নড়েচড়ে বসে পরিবার পরিকল্পনা অধিদপ্তর।
পরিস্থিতি খতিয়ে দেখতে ঢাকায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে অধিদপ্তর। তাদের আগামী ৩০ জুলাই বাউফলে এসে সরেজমিন তদন্ত করার কথা রয়েছে। এর আগেই ছুটির দিনে এই গোপন নথি তৈরির ঘটনা নিয়ে শুরু হয়েছে নতুন করে সমালোচনা।
এদিন সরেজমিনে গিয়ে দেখা যায়, হাজিরাবহি সংগ্রহ করতে তিন বছর আগের (২০২3 সাল) থেকে বর্তমান সময় পর্যন্ত সব ফাইল তলব করা হয়েছে। অফিসের একজন সহকারী জানান, “অফিসে পশুপাখি ঢুকে পড়ে, তাই তালা দিয়ে কাজ করছিলাম।” ছুটির দিনে অফিস করার প্রসঙ্গে জিজ্ঞেস করলে কালাইয়া ইউনিয়নের তিনজন মাঠকর্মী বলেন, “অফিসের কাজে না, আমরা এলার্জির জন্য ডাক্তার দেখাতে এসেছি।”
অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর জালাল উদ্দিন প্রথমে কিছু না জানার ভান করেন, পরে বলেন, “ম্যাডাম চলে যাচ্ছেন, কিছু ফরমের কাজ করছিলাম।” তবে কোন ফরম, কী কাজ—তা তিনি দেখাতে পারেননি।
বাউফলের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সানজিদা ইসলাম জেসমিনের মোবাইল ফোন বন্ধ থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে পটুয়াখালী জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক শহীদুল ইসলাম বলেন, “ছুটির দিনে অফিসে কার্যক্রমের বিষয়টি অধিদপ্তরকে জানানো হবে। তদন্ত দল এটি গুরুত্বের সাথে খতিয়ে দেখবে।”

এই বিভাগের আরোও খবর

Logo