ঝিনাইদহে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১৫

মোঃ রাসেল হোসেন প্রকাশিত: ৯ আগস্ট , ২০২৫ ১২:৩১ আপডেট: ৯ আগস্ট , ২০২৫ ১২:৩১ পিএম
ঝিনাইদহে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১৫
ঝিনাইদহে একটি মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে জামায়াত-বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হন।


ঝিনাইদহে একটি মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে জামায়াত-বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হন।
বৃহস্পতিবার সকালে সদর উপজেলার ইসলামপুর-হরিপুর কবি ফজর আলী মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। আহতদের ঝিনাইদহ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতদের মধ্যে রয়েছেন কানুহরপুর গ্রামের মাসুদুর রহমান (৩৫), এমদাদুর রহমান (৪৫), সুমন (২৭), মো. শামীম হোসেন (৪৫), সফর আলী (৫৫), তোতা মিয়া (৫৮), রহমত উল্লাহ (৫০), মুক্তার হোসেন (৫০), গোলাম মোস্তফা (৫৫), সলেমান বিশ্বাস (৬০), শামীম হোসেন (৪০), জহুরুল ইসলাম (৩৫) ও ফয়জুল্লাহ (২৫)।আহত সফর আলী মহারাজপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি, তোতা মিয়া ওই ইউনিয়নের সাংগঠনিক সেক্রেটারি এবং জহুরুল ইসলাম ছাত্রশিবিরের সদর উপজেলা দক্ষিণ শাখার সভাপতি৷ 
জহুরুল ইসলাম অভিযোগ করেন, তাকে বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত করা হলেও বিএনপি সমর্থিত এমদাদুর রহমান ও গোলাম মোস্তফাসহ কয়েকজন বিদ্যালয়ে প্রবেশে বাধা দেন। বৃহস্পতিবার সকালে ইউনিয়ন বিএনপির সভাপতি শাহাজান বিশ্বাস, সাধারণ সম্পাদক আলতাফ দফাদারসহ নেতাকর্মীরা তার ওপর হামলা চালান বলে দাবি করেন তিনি। এতে পরিবারের তিন সদস্য ও তার বাবাসহ নয়জন আহত হন।
অন্যদিকে গোলাম মোস্তফা বলেন, ‘সাবেক শিবির নেতা জহুরুল ইসলামকে গোপনে সভাপতি নির্বাচিত করেছেন প্রধান শিক্ষক। এ বিষয়ে অভিভাবক সদস্যসহ এলাকাবাসীকে কিছুই জানানো হয়নি। আমরা দাতা পরিবারের লোক হয়েও জানতাম না।

এই বিভাগের আরোও খবর

Logo