জামালপুরের মেলান্দহ উপজেলায় একটি গোপন জুয়ার আসরে অভিযান চালিয়ে ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ও আওয়ামী লীগের নেতাসহ ৫ জনকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে মেলান্দহ থানা পুলিশ।
শুক্রবার (২৫ জুলাই) দুপুরে আটককৃতদের আদালতে পাঠায় পুলিশ। এর আগে ভোর রাত সাড়ে ৩টার দিকে উপজেলার ৬নং আদ্রা ইউনিয়নের থুরী টনকিপাড়া এলাকার কোর্টের বাজার আমতলা থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে জুয়া খেলার কাজে ব্যবহৃত দুটি বান্ডিল তাস, নগদ ১ হাজার ৯৮০ টাকা এবং প্লাস্টিকের একটি বস্তা জব্দ করা হয়।
আটককৃতদের মধ্যে রয়েছেন— ৬নং আদ্রা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. হালিম (৪৮), বাবুল মিয়া (৪০), রবিউল শেখ (২৫), আসাদুল (৩৪) এবং নুর মোহাম্মদ (৩৫)। আটকদের মধ্যে হালিম, একজন বহুল পরিচিত রাজনৈতিক নেতা, পূর্ব থুরী এলাকার মৃত শহিদুল ইসলামের ছেলে। অপর আসামিরা যথাক্রমে মৃত হযরত আলী, রফিক, আব্দুর রশিদ এবং নাজিমুদ্দিনের সন্তান।
এ বিষয়ে মেলান্দহ থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, “পুলিশের গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয় এবং জুয়ার আসরে তৎক্ষণাত প্রবেশ করে এই ৫ জনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে এবং মামলার পর আদালতে পাঠানো হয়েছে।" তিনি আরও জানান, “ইউপি সদস্য হালিমের বিরুদ্ধে নাশকতার একটি মামলা রয়েছে, যা বর্তমানে বিচারাধীন।”