গাজীপুরে সাংবাদিক হত্যার প্রতিবাদে বড়াইগ্রামে সাংবাদিকদের মানববন্ধন

দেলোয়ার হোসেন লাইফ প্রকাশিত: ১১ আগস্ট , ২০২৫ ১৫:২৬ আপডেট: ১১ আগস্ট , ২০২৫ ১৫:২৬ পিএম
গাজীপুরে সাংবাদিক হত্যার প্রতিবাদে বড়াইগ্রামে সাংবাদিকদের মানববন্ধন

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে নিশংস ভাবে কুপিয়ে হত্যার প্রতিবাদ এবং দোষীদের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবিতে নাটোরের বড়াইগ্রাম উপজেলার সকল সাংবাদিকরা মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন।
রবিবার (১০ আগস্ট) সকাল ১১টায় বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পৌরসভা স্বাধীনতা গেটের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে উপজেলার সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।
মানববন্ধনে বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন লাইফ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, বড়াইগ্রাম স্মার্ট প্রেসক্লাবের সভাপতি ও প্রবীণ সাংবাদিক আলহাজ্ব সাইফুল ইসলাম, বড়াইগ্রাম উপজেলা প্রেসক্লাবের সভাপতি অহিদুল হক সরকার, বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মাহমুদুল হাসান মেমন, টেলিভিশন রিপোর্টার ইউনিটি অব বাংলাদেশ (ট্রাব) নাটোর জেলা শাখার সহ-সভাপতি জাহিদ হাসান বড়াইগ্রাম ইউনিটি প্রেসক্লাবের সভাপতি মাহাবুব হোসেন, বাংলাদেশ প্রেসক্লাব বড়াইগ্রাম শাখার আহ্বায়ক ওসমান গনি সোহাগ, বড়াইগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম মৃধা প্রমুখ। 
বক্তারা বলেন, সাংবাদিক হত্যার মতো নৃশংস ঘটনা গণমাধ্যমের কণ্ঠরোধের একটি গভীর ষড়যন্ত্র। গাজীপুরে তুহিন হত্যাকান্ড শুধু একটি সাংবাদিক হত্যা নয়, দেশের সমস্ত গণমাধ্যম কর্মীর উপরে একটি বড় আঘাত। এসময় বক্তারা আরো বলেন, অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে একই সাথে মুক্ত গণমাধ্যম ও গণমাধ্যম কর্মীদের রাষ্ট্রীয় সুরক্ষা নিশ্চিত করতে হবে। 

এই বিভাগের আরোও খবর

Logo