কাঠালিয়ায় ঔষধী গাছ নিম চারা রোপণ

মোঃ ফয়সাল আহম্মদ প্রকাশিত: ২৯ জুলাই , ২০২৫ ১৩:২৯ আপডেট: ২৯ জুলাই , ২০২৫ ১৩:২৯ পিএম
কাঠালিয়ায় ঔষধী গাছ নিম চারা রোপণ

ঝালকাঠির কাঠালিয়ার শৌলজালিয়ায় এক ব্যতিক্রমী উদ্যোগে ১ হাজার নিম চারা রোপণ করে দৃষ্টান্ত স্থাপন করেছে তালগাছিয়া ইমদাদিয়া খানকাহ্ আশ্রাফিয়া মাদ্রাসা কর্তৃপক্ষ।
সোমবার (২৮ জুলাই) সকালে শৌলজালিয়া ইউনিয়নের বিভিন্ন কাঁচা ও পাকা রাস্তার পাশে এই চারা রোপণ কার্যক্রম চালানো হয়। সরকারের বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সামাজিক অন্যায় ও অবক্ষয় প্রতিরোধ কমিটির ব্যানারে এই উদ্যোগ নেয়া হয়।
প্রধান অতিথি হিসেবে চারা রোপণ উদ্বোধন করেন খানকাহ্ আশ্রাফিয়ার পীর সাহেব মুফতি মোঃ নুরুল্লাহ আশরাফি। এ সময় মাদ্রাসার শিক্ষক, ছাত্র এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ঔষধী গাছ হিসেবে পরিচিত নিম পরিবেশ রক্ষা ও স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের উদ্যোগ এলাকায় সবুজায়ন ও জনসচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন স্থানীয়রা।

এই বিভাগের আরোও খবর

Logo