কাঁঠালিয়ায় এনজিও কিস্তি ও দেনার চাপ সহ্য করতে না পেরে ব্যবসায়ীর আত্মহত্যা

মোঃ ফয়সাল আহম্মদ প্রকাশিত: ১১ আগস্ট , ২০২৫ ১৫:০৯ আপডেট: ১১ আগস্ট , ২০২৫ ১৫:০৯ পিএম
কাঁঠালিয়ায় এনজিও কিস্তি ও দেনার চাপ সহ্য করতে না পেরে ব্যবসায়ীর আত্মহত্যা
ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার বিনাপাণি বাজারের লেপ-তোষক ব্যবসায়ী ও কারিগর মো. নুরু খলিফা (৬৫) ওরফে ‘লেপ দাদু’ এনজিও কিস্তি ও দেনার চাপে বিষপান করে আত্মহত্যা করেছেন।

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার বিনাপাণি বাজারের লেপ-তোষক ব্যবসায়ী ও কারিগর মো. নুরু খলিফা (৬৫) ওরফে ‘লেপ দাদু’ এনজিও কিস্তি ও দেনার চাপে বিষপান করে আত্মহত্যা করেছেন।
শনিবার রাতে নিজ দোকানের সন্নিকটে ভাড়া বাসায় পরিবারের অজান্তে তিনি কিটনাশক পান করেন। পরে তাঁকে উদ্ধার করে রোববার সকালে পার্শ্ববর্তী ভাণ্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের ভায়রার ছেলে মো. মনির শরীফ জানান, ব্যবসায়িক মন্দা ও পারিবারিক কারণে নুরু খলিফা অনেক ঋণে জড়িয়ে পড়েন। বিশেষ করে বিভিন্ন এনজিওর কিস্তির টাকা পরিশোধ করতে না পারায় তিনি কয়েকদিন ধরে প্রচণ্ড মানসিক চাপে ছিলেন। দোকানে বেচাকেনা কম থাকায় চাপ আরও বেড়ে যায়।
বিনাপাণি বাজারের ব্যবসায়ী জাকির হোসেন বিশ্বাস বলেন, নুরু খলিফার বাড়ি বেতাগী উপজেলার রাণীপুর গ্রামে। প্রায় ১০-১২ বছর ধরে তিনি বিনাপাণি বাজারে লেপ-তোষকের ব্যবসা করতেন এবং পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকতেন। তিনি লোক হিসেবে খুব ভালো ছিলেন। মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

এই বিভাগের আরোও খবর

Logo