ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহবান

মোঃ মাইনুল ইসলাম প্রকাশিত: ৪ আগস্ট , ২০২৫ ১৬:১২ আপডেট: ৪ আগস্ট , ২০২৫ ১৬:১২ পিএম
ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহবান
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)'র উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)'র উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।সভায় ইউনিয়ন, ওয়ার্ড এবং ইউনিট পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের সভাপতি ও সাবেক চেয়ারম্যান মোঃ কামালউদ্দীন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সম্মানিত সদস্য মোঃ আব্দুল লতিব। আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন শাখার সেক্রেটারি মোঃ রেজাউল করিম, সহ সভাপতি মোঃ সোহবুল হক,সহ সেক্রেটারি মোঃ রেজাউল করিমসহ আরও স্থানীয় নেত্রীবৃন্দ। বক্তারা বলেন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
বক্তারা বলেন বিগত সরকারের দমন-পীড়নের নিন্দা জানিয়ে তৃণমূলে দলকে আরও সুসংগঠিত করার আহ্বান জানান। বিশেষ অতিথির বক্তব্যে বলেন সাহাপাড়া এলাকায় সকলে কাঁধে কাঁধ মিলিয়ে ও গ্রুপ করে দল বদ্ধভাবে কাজ করতে হবে।প্রধান অতিথির বক্তব্যে বলেন গ্রামে গ্রামে প্রত্যেকের সাথে সুসম্পর্ক বজায় রাখতে হবে এবং নিজ - নিজ বাড়ি আগে ঠিক করতে হবে। তিনি আরও বলেন অধ্যাপক শাহজাহান মিয়াকে  এমপি হিসাবে নির্বাচিত করাতে পারলে মনাকষা ইউনিয়ানের রাস্তাঘাটসহ অনান্য কাজগুলো সম্পুর্ন করতে পারবে। অধ্যপক শাহজাহান মিয়াকে নির্বাচিত করার জন্য সকলের মতামত  আছে কি না সভায় সকলের কাছ থেকে জানতে চান এবং সকলেই হাত তুলে সম্মতি প্রকাশ করেন।এখন থেকেই সামনে নির্বাচনের জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।

এই বিভাগের আরোও খবর

Logo