আসাদুজ্জামান তুহিনকে নৃশংস হত্যার প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১১ আগস্ট , ২০২৫ ১৬:০৪ আপডেট: ১১ আগস্ট , ২০২৫ ১৬:০৪ পিএম
আসাদুজ্জামান তুহিনকে  নৃশংস হত্যার প্রতিবাদে মানববন্ধন

গাজীপুরের চৌরাস্তায় মসজিদ মার্কেটে দৈনিক প্রতিদিনের কাগজ-এর স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে ও দ্রুত বিচারে দাবিতে পটুয়াখালীর গলাচিপায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় গলাচিপা থানার সামনে গলাচিপায় কর্মরত সকল স্তরের সাংবাদিকদের উপস্থিতিতে ঘন্টা ব্যাপী এ মানবন্ধন অনুষ্ঠিত হয়। 
মানববন্ধনে বক্তারা সরকারের দুর্বল প্রশাসনিক অবকাঠামোর তীব্র সমালোচনা করে বলেন, আর কত গণমাধ্যমকর্মী ও সকল স্তরের জনসাধারণের প্রাণ গেলে এ দেশের বিচারব্যবস্থার সংস্কার হবে। ন্যায় বিচার পেতে আর কতদিন অপেক্ষা করতে হবে। প্রশাসনের গ্রেফতার নাটক বন্ধ করে  সঠিক বিচার নিশ্চিত করার আহ্বান জানান। বক্তারা সতর্ক করে বলেন, এই বিচার দ্রুত  না হলে অদূর ভবিষ্যতে জাতির দুর্দশা থামবে না বলে মনে করে ।
মানববন্ধন ও অবস্থান কর্মসূচিতে বক্তারা সাংবাদিক নির্যাতন ও হত্যার দীর্ঘ ইতিহাস তুলে ধরেন সাগর-রুনি হত্যাকান্ড থেকে শুরু করে আজ অবধি অসংখ্য ঘটনার কোনোটির ও বিচার হয়নি বলে উল্লেখ করেন । অবিলম্বে সাংবাদিক হত্যার বিচার নিশ্চিত না হলে তীব্র আন্দোলনের  হুঁশিয়ারি দেন তারা। সাংবাদিক তুহিন হত্যার সাথে জড়িত সকল আসামি গ্রেফতার  হলেও অতি দ্রুত বিচার আইনে মামলা নিষ্পত্তির দাবি জানান, যেন সাগর-রুনির বিচারের মত না ঘটে। বিচারের নামে কোন ধরনের বিতর্ক সাংবাদিকরা মেনে নেবে না বলে কঠিন হুঁশিয়ারি দেন।

এই বিভাগের আরোও খবর

Logo