অসহায় ও এতিম ছাত্র-ছাত্রীদের ভরণপোষণার্থে ৮১টি মাদ্রাসায় ৩ কোটি ৭০ লাখ ২৪ হাজার টাকার চেক হস্তান্তর করেছে আল মানাহিল ফাউন্ডেশন
আল মানাহিল ওয়েলফেয়ার ফাউন্ডেশন বাংলাদেশের ব্যবস্থাপনায় বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের প্রায় ৮১ টি মাদ্রাসার এতিম অসহায় ছাত্র-ছাত্রীদের ভরণপোষণের জন্য আর্থিক সহযোগিতা প্রদান করা হয়েছে। আল মানাহিলের ঢাকাস্থ অফিসে আনুষ্ঠানিকভাবে এসব চেক মাদ্রাসার দায়িত্বশীলদের হাতে তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি বর্তমান সরকারের মাননীয় ধর্ম উপদেষ্টা বিশিষ্ট আলেমেদীন ড. আ ফ ম খালিদ হোসাইন সাহেব।
এসময় আরো উপস্থিত ছিলেন, প্রধান উপদেষ্টার কার্যালয়ের এনজিও বিষয়ক ব্যুরোর পরিচালক(প্রকল্প -১) মো. আনোয়ার হোসেন। এতে অন্যান্যের মধ্যে ইসলামিক ফাউন্ডেশন বোর্ড অব গভর্নরসের গভর্নর ও বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়ার (বেফাক) এর মহাসচিব মাহফুজুল হক, প্রধান উপদেষ্টার কার্যালয়ের এনজিও বিষয়ক ব্যুরোর প্রশাসনিক কর্মকর্তা রাইসুল ইসলাম বাহাদুর, আল মানাহিল ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা হেলাল উদ্দিন বিন জমির উদ্দন, আল মানাহিলের সেক্রেটারি মাওলানা ফরিদ উদ্দিন বিন জমির উদ্দিনসহ অন্যান্য সিনিয়র ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ড. আ ফ ম খালিদ হোসাইন উপস্থিতিদের সম্মান প্রদর্শন পূর্বক বক্তব্যে বলেন, আল মানাহিল ফাউন্ডেশন বহুদিন যাবত দুস্থদের কল্যাণ, এতিমদের প্রতিপালন, মসজিদ মাদ্রাসা স্থাপন, বিশুদ্ধ পানির সরবরাহ করে আসছে। করোনাকালীন যে সমস্ত মানুষ মারা গেছে তাদের কাফন-দাফন করার ব্যবস্থা ছিল না। মানুষ ভয়ে ছিল। প্রশাসনের মাধ্যমে শত শত মানুষকে আল মানাহিল দাফন কাফন-করেছে। সারা দেশে তাদের কার্যক্রম বিস্তৃত। আমিও এর সাথে যুক্ত আছি।
তিনি বলেন, আল মানাহিল এর ব্যবস্থাপনায় বাংলাদেশের বিভিন্ন স্থানের ৮১টি প্রতিষ্ঠানে আর্থিক সহযোগিতা প্রদান করা হচ্ছে। প্রতিটি মাদ্রাসার দায়িত্বশীলদের হাতে মোট ৩ কোটি ৭০ লক্ষ ২৪ হাজার টাকার চেক হস্তান্তর করা হয়েছে। এর আগেও বন্যায় ক্ষতিগ্রস্ত প্রায় ৩০০ জনকে ২০ হাজার টাকা করে নগদ অর্থ প্রদান করেছে আল মানাহিল।
ধর্ম উপদেষ্টা আরো বলেন, কুতুবে আলম আল্লামা শাহ জমির উদ্দিন সাহেব আমাকে উনার ছেলের মত স্নেহ করতেন। মাওলানা হেলাল উদ্দিন এবং উনার সকল ভাইদের সাথে আমার সুসম্পর্ক আছে। রাউজানের গোদারপাড় এলাকায় তাদের একটি প্রতিষ্ঠান আছে। সেখানে আমি গিয়েছি। সেখানে ব্রেইল পদ্ধতিতে অন্ধদের শিক্ষা প্রদান করা হয়। এভাবে তারা তালিত তাজকিয়ায়ে নফসসহ (শিক্ষা ও আত্মশুদ্ধি) নানামুখী কাজ করে যাচ্ছেন।
অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।