স্বামীর পরকীয়া ফাঁস, স্ত্রীসহ সাতজনের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি

মোঃ মাইনুল ইসলাম প্রকাশিত: ১১ আগস্ট , ২০২৫ ১৬:১০ আপডেট: ১১ আগস্ট , ২০২৫ ১৬:১০ পিএম
স্বামীর পরকীয়া ফাঁস, স্ত্রীসহ সাতজনের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি

স্বামীর দীর্ঘদিনের পরকীয়া সম্পর্ক ও পরিকল্পিত ষড়যন্ত্রের মাধ্যমে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ তুলেছেন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার তিন সন্তানের জননী মোসাঃ নারগিস বেগম। সোমবার (১১ আগস্ট) সকালে জেলা শহরের একটি অফিসে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
লিখিত বক্তব্যে নারগিস বেগম জানান, গত ১৭ জুলাই রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটে শিবনারায়ণপুর বাঘিতলায় সেমাজুল ইসলামের বাড়িতে তার স্বামী মমিন ও ভাবি আকলিমা পরকীয়ায় লিপ্ত অবস্থায় ধরা পড়েন। স্থানীয়রা তাদের আটক করলে ধস্তাধস্তির একপর্যায়ে ফ্যানের সঙ্গে ধাক্কা লেগে মমিনের মাথায় আঘাত লাগে।
তিনি আরও জানান, ঘটনার পর স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বিষয়টি মীমাংসার পরামর্শ দিলেও পরদিন স্বামী মমিন পরিকল্পিতভাবে নাটক সাজিয়ে শিবগঞ্জ থানায় মামলা করেন। ওই মামলায় তাকে, তার পিতা-মাতা, ভাই জাইদুল ইসলাম ও কাকা সুজন আলীসহ সাতজনকে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিতভাবে আসামি করা হয়। অভিযোগের তদন্ত ছাড়াই থানার এসআই পিয়ারুল তাদের মধ্যে পাঁচজনকে গ্রেপ্তার করেন বলে দাবি করেন তিনি।
সংবাদ সম্মেলনে নারগিস বেগম তিন দফা দাবি জানান—
১. ঘটনার সঠিক ও নিরপেক্ষ তদন্ত।
২. স্বামীর দীর্ঘদিনের পরকীয়া সম্পর্কের সত্য উদঘাটন।
৩. দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার।

আবেগাপ্লুত কণ্ঠে তিনি বলেন, আমি তিন সন্তানের মা। প্রায় এক বছর ধরে স্বামী এ পরকীয়া সম্পর্কে জড়িত। আমাদের মতো অসহায় ও খেটে খাওয়া মানুষকে হয়রানির বিচার চাই।
এ সময় উপস্থিত ছিলেন নারগিসের পিতা তোরিকুল ইসলাম, মিথ্যা মামলার আসামি ভাই জাইদুল ইসলাম, কাকা সুজন আলী ও অন্যান্য ভুক্তভোগীরা। সংবাদ সম্মেলনে স্থানীয় সাংবাদিক, সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরোও খবর

Logo