সোনারগাঁয়ে ৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-১

নূর নবী জনি প্রকাশিত: ১১ আগস্ট , ২০২৫ ১৮:৪৩ আপডেট: ১১ আগস্ট , ২০২৫ ১৮:৪৩ পিএম
সোনারগাঁয়ে ৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-১

নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে ৪ কেজি গাঁজাসহ জুরান আলী (৪০) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ ।

সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী। এর আগে রোববার দিবাগত রাতে সোনারগাঁ থানার এসআই(নিঃ)পঙ্কজ কুমার আর্চায সংগীয় ফোর্সসহ ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের পিরোজপুর ইউনিয়নের আষারঢ়িয়ারচর সাকিনস্থ মেঘনা টোল প্লাজার পুলিশ চেকপোস্টের সামনে থেকে তাকে আটক করেন।পুলিশ জানায় অবৈধ মাদকদ্রব্য উদ্ধারের জন্য সন্দেহভাজন যানবাহন ও ব্যক্তিদের তল্লাশিকালে চট্র,মেট্রো ব-১৪-৮৭৪ নং যাত্রীবাহী পরিবহনে তল্লাশিকালে জুরান আলী গাঁজাসহ বাস থেকে নেমে দৌড় দিলে তাকে হাতেনাতে আটক করে পরে তার কাছ থাকা ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী জুরান টাঙ্গাইল জেলার গোপালপুর থানার নগদা শিমলা ইউনিয়নের রামপুর চৈতিলা এলাকার রাজু মিয়ার ছেলে । এ বিষয়ে সোনারগাঁ থানার ওসি (তদন্ত) রাশেদুল হাসান জানান, গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়িকে সোনারগাঁ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

এই বিভাগের আরোও খবর

Logo