কাঠালিয়ায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

মোঃ ফয়সাল আহম্মদ প্রকাশিত: ১১ আগস্ট , ২০২৫ ১৮:৫৯ আপডেট: ১১ আগস্ট , ২০২৫ ১৮:৫৯ পিএম
কাঠালিয়ায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

  ঝালকাঠির কাঠালিয়ায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।
১১ আগস্ট (সোমবার) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের সহযোগিতায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি এর আয়োজন করে।
ওরিয়েন্টেশনে সরকারি কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, রেড ক্রিসেন্ট কর্মীসহ বিভিন্ন পেশার মোট ৪৫ জন নারী-পুরুষ অংশগ্রহণ করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা জহিরুল ইসলাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেড ক্রিসেন্ট সোসাইটির ঝালকাঠি জেলা শাখার সহ-সভাপতি ডা. মাহামুদা মিতু। এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরোও খবর

Logo