শাজাহানপুরে ১৪টি নিষিদ্ধ ‘চায়না দুয়ারী’ জাল আগুনে পুড়িয়ে ধ্বংস

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১১ আগস্ট , ২০২৫ ১৫:৫১ আপডেট: ১১ আগস্ট , ২০২৫ ১৫:৫১ পিএম
শাজাহানপুরে ১৪টি নিষিদ্ধ ‘চায়না দুয়ারী’ জাল আগুনে পুড়িয়ে ধ্বংস

‎বগুড়ার শাজাহানপুরে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন-১৯৫০ অনুযায়ী প্রাকৃতিক মৎস্যসম্পদ ধ্বংসকারী নিষিদ্ধ ‘চায়না দুয়ারী’ জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করেছে উপজেলা মৎস্য দপ্তর।
‎‎উপজেলা মৎস্য কর্মকর্তা রাশেদ হাসানের নেতৃত্বে, শাজাহানপুর থানার এসআই ইয়াসিন আলী ও তাঁর সঙ্গীয় ফোর্সের সহযোগিতায় ১০ জুলাই রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার চুপিনগর ইউনিয়নের কচুয়াদহ রঙ্গিলা ঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এতে মোট ১৪টি চায়না দুয়ারী জাল জব্দ করে জনসম্মুখে পুড়িয়ে ফেলা হয়।
‎‎উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, চলতি বর্ষা মৌসুমে প্রাকৃতিক মাছের প্রজনন ও সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। 
‎‎স্থানীয়রা জানান, খুব সহজে বেশি মাছ ধরার এই জাল ব্যবহার দেশি প্রজাতির মাছ অস্তিত্ব সংকটে ফেলেছে। প্রশাসন যেন নিষিদ্ধ চায়না দুয়ারি জালের ভয়াবহ ব্যবহার এবং ক্রয়-বিক্রয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করেন এ দাবি জানান।

এই বিভাগের আরোও খবর

Logo