লালপুরে এবি পাটির প্রচারে ভ্যান চালকদের মাঝে গেঞ্জি বিতরণ

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ৩১ জুলাই , ২০২৫ ১৫:৪২ আপডেট: ৩১ জুলাই , ২০২৫ ১৫:৪২ পিএম
লালপুরে এবি পাটির প্রচারে  ভ্যান চালকদের মাঝে গেঞ্জি বিতরণ

 লালপুরে আমার বাংলাদেশ ( এবি পাটি ) পার্টির প্রচার বৃদ্ধিতে  ভ্যান চালকদের মাঝে গেঞ্জি বিতরণ করেছেন  বেসরকারি ব্যাংকিং ও বেসরকারি খাত উন্নয়ন বিষয়ক কেন্দ্রীয় কমিটির সহকারী সম্পাদক এএসএম মোকারেবুর রহমান নাসিম ।
বুধবার ( ৩০ জুলাই)   উপজেলা পরিষদ মোড় , গোপালপুর রেলগেট , চকনাজিরপুর ,  ওয়ালিয়া বাজার, ধুপইল বাজার , করিমপুর রেলগেট বড়বড়িয়া বাজার , সালামপুর বাজার এলাকায়  ভ্যান চালকদের মাঝে গেঞ্জি বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন এবি পার্টির নেতা  হাসমত আলী মারহাবা , ছাত্র নেতা ইমন আলী প্রমুখ।

এই বিভাগের আরোও খবর

Logo