লাখাই উপজেলার বুল্লা সিংহ গ্রাম বালিকা উচ্চ বিদ্যালয় এবং ৬ নং বুল্লা ইউনিয়ন পরিষদের একমাত্র রাস্তাটির করুণ দশায় চরম দুর্ভোগ পোহাচ্ছেন শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, এবং স্থানীয় বাসিন্দারা। রাস্তাটির ভাঙাচোরা অবস্থা এবং এর পাশে বুল্লা বাজারের ব্যবসায়ীদের ফেলা আবর্জনার স্তূপ পথচারীদের জন্য এক দুঃসহ পরিবেশ তৈরি করেছে।
রাস্তার এই বেহাল দশার কারণে একটু বৃষ্টি হলেই ভয়াবহ জলাবদ্ধতা সৃষ্টি হয়। এর ফলে শিক্ষার্থীরা এবং ইউনিয়ন পরিষদে সেবা নিতে আসা মানুষজনকে অন্য রাস্তা ব্যবহার করে অনেক কষ্ট করে যাতায়াত করতে হচ্ছে। বিশেষ করে, বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের জন্য এটি এক বড় সমস্যা। হেঁটে যাওয়া অসম্ভব হওয়ায় তাদের সময় ও শ্রম দুটোই নষ্ট হচ্ছে।
এ বিষয়ে এক ছাত্রীর অভিভাবক বলেন, "আমাদের ছেলেমেয়েদের প্রতিদিন এই কষ্ট সহ্য করে স্কুলে যেতে হয়। এই রাস্তাটি মেরামত করা আমাদের জন্য খুবই জরুরি।"
আবর্জনার স্তূপ ও অসহনীয় দুর্গন্ধ
রাস্তার বেহাল দশার পাশাপাশি বুল্লা বাজারের ব্যবসায়ীরা কাঁচামালের পচা ময়লা ও অন্যান্য আবর্জনা রাস্তার পাশেই ফেলে রাখায় পরিস্থিতি আরও খারাপ হয়েছে। আবর্জনার স্তূপ থেকে আসা অসহনীয় দুর্গন্ধে পথচারীরা নাকে-মুখে হাত দিয়ে চলাচল করতে বাধ্য হচ্ছেন। এর ফলে এলাকার পরিবেশ দূষিত হচ্ছে এবং স্বাস্থ্যঝুঁকিও বাড়ছে।
এ বিষয়ে ৬ নং বুল্লা ইউপি চেয়ারম্যান কুখন চন্দ্র গ্রুপ সৌরভের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, "রাস্তাটি কয়েকদিনের মধ্যে মেরামত করা হবে।"
অন্যদিকে, বুল্লা বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বাদশা মিয়ার কাছে আবর্জনার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, "আমি এই বিষয়টি জানতাম না। যেহেতু এখন জেনেছি, এ বিষয়ে দ্রুত একটি ব্যবস্থা নেওয়া হবে।"
এলাকাবাসী আশা করছেন, চেয়ারম্যান এবং ব্যবসায়ী সমিতির সভাপতির প্রতিশ্রুতির দ্রুত বাস্তবায়ন হবে এবং দুর্ভোগের অবসান ঘটবে।