বগুড়া শেরপুরে ডিস লাইনে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ব্যবসায়ীর মৃত্যু

মো: আমিনুল হক প্রকাশিত: ৩১ জুলাই , ২০২৫ ১৫:৪৪ আপডেট: ৩১ জুলাই , ২০২৫ ১৫:৪৪ পিএম
বগুড়া শেরপুরে ডিস লাইনে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ব্যবসায়ীর মৃত্যু

বগুড়ার শেরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লিমন (৪০) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। তিনি পৌর শহরের খন্দকারপাড়ায় মরহুম রাজা ড্রাইভারের ছেলে। বুধবার (২৮ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, লিমনের বাড়ির ডিস লাইনের সংযোগ কিছুদিন ধরে বিচ্ছিন্ন ছিল। বিকেলে তিনি নিজেই সেই সংযোগ পুনরায় চালুর জন্য কাজ করছিলেন। এ সময় অসাবধানতাবশত বিদ্যুৎচালিত ডিস তারের সংস্পর্শে এসে তিনি গুরুতরভাবে বিদ্যুৎস্পৃষ্ট হন।

তাৎক্ষণিকভাবে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক লিমনকে মৃত ঘোষণা করেন।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দিন জানান, আইনগত প্রক্রিয়া শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

এই বিভাগের আরোও খবর

Logo