ফরিদপুরে গঙ্গাজল অর্পণ ‌ উৎসব পালিত

নাজিম বকাউল প্রকাশিত: ২৯ জুলাই , ২০২৫ ১৩:০০ আপডেট: ২৯ জুলাই , ২০২৫ ১৩:০০ পিএম
ফরিদপুরে গঙ্গাজল অর্পণ ‌ উৎসব পালিত

ফরিদপুরে গঙ্গাজল অর্পণ উৎসব পালিত হয়েছে ‌।  সোমবার ‌ সকাল  ৫:৩০ মিনিট থেকে ‌ সকাল ৯ টা পর্যন্ত  শহরের বিভিন্ন মন্দিরে ‌ গঙ্গাজল অর্পণ করা হয়। 
ফরিদপুর গঙ্গা জল অর্পন কমিটি এর উদ্যোগে শহরের নীলটুলি স্বর্ণপট্টি সার্বজনীন কালী মন্দির ‌,কৈলাশ ধাম শিব মন্দির, মদন গোপাল আঙ্গিনা শিব মন্দির ও রথখোলার ‌নন্দালয় শ্রী শ্রী গোপেশ্বর শিব মন্দিরে গঙ্গাজল অর্পণ করা হয় ‌।
এর আগে ভক্তবৃন্দ ‌ ফরিদপুরের পৌর ‌ বিসর্জন ঘাট ‌কুমার নদীতে ‌ স্নান সম্পন্ন করে।সেখানে মন্ত্র পাঠ অনুষ্ঠিত হয়। গঙ্গাজল অর্পণ শেষে ‌ ভক্তবৃন্দের মধ্যে ‌ প্রসাদ বিতরণ করা হয়। এছাড়া ‌ গঙ্গাজল অর্পণ  উপলক্ষে  এসব ‌ মন্দিরে  বিশেষ প্রার্থনা ‌ অনুষ্ঠিত হয়েছে ।
গঙ্গাজল অর্পণ অনুষ্ঠান উপলক্ষে  শহরের  বিভিন্ন স্থান থেকে ভক্তবৃন্দ  অংশগ্রহণ করেন।

এই বিভাগের আরোও খবর

Logo