পানিতে পড়ে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১০ আগস্ট , ২০২৫ ১৯:০১ আপডেট: ১০ আগস্ট , ২০২৫ ১৯:০১ পিএম
পানিতে পড়ে শিশুর মৃত্যু

রাজবাড়ীর পাংশায় খেলা করতে করতে পানিতে পড়ে মাহিম মণ্ডল (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (৯ আগস্ট) উপজেলার কলিমহর ইউনিয়নের বসা কুষ্টিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মাহিম পাংশা বাবুপাড়া ইউনিয়নের কুড়িপাড়া গ্রামের মানিক মণ্ডলের ছেলে।

জানা যায়, কলিমহর ইউনিয়নের বসা কুষ্টিয়া গ্রামে আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান তারা। আত্মীয়ের বাড়িতে অবস্থানকালে শিশু মাহিম ঘরের বারান্দায় খেলছিল। পরবর্তীতে স্থানীয়রা মাহিমকে পার্শ্ববর্তী পুকুরে ভাসতে দেখে অন্যান্যদের সহায়তায় উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এই বিভাগের আরোও খবর

Logo