রাজবাড়ীর পাংশায় ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে মো. আক্কাস আলী মণ্ডল (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
রবিবার (২৭ জুলাই) রাত ১১টার দিকে উপজেলার কসবামাজাইল ইউনিয়নের বড়খোলা গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত আক্কাস আলী ওই গ্রামের মো. কহর আলী মণ্ডলের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ার পর হঠাৎ আক্কাস আলীর পায়ে জ্বালা ও ব্যথা অনুভূত হয়। পরে আলো জ্বালিয়ে দেখতে পান যে তার পায়ে সাপের কামড়ের দাগ এবং রক্ত বের হচ্ছে। আশেপাশে খোঁজাখুঁজি করে ঘরের মধ্যে দুটি বিষধর সাপ দেখতে পান এবং সেগুলো মেরে ফেলেন।
পরে স্থানীয় কবিরাজদের ডেকে এনে ঝাড়ফুঁক করে বিষ নামানোর চেষ্টা করা হলেও সোমবার ভোররাত ৩টার দিকে তার মৃত্যু হয়।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।