দাঁড়িপাল্লা দাঁড়িপাল্লা স্লোগানে লালপুর মুখরিত

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ৭ আগস্ট , ২০২৫ ১৫:৫৫ আপডেট: ৭ আগস্ট , ২০২৫ ১৫:৫৫ পিএম
দাঁড়িপাল্লা দাঁড়িপাল্লা স্লোগানে লালপুর মুখরিত

দাঁড়ি পাল্লা , দাঁড়ি পাল্লা স্লোগানে লালপুর মুখরিত , হাজার হাজার নেতাকর্মী নিয়ে
জুলাই গণ-অভ্যুত্থান দিবস  উপলক্ষে  লালপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর  গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৬ আগস্ট) বিকেলে উপজেলার ১০ টি ইউনিয়ন ও গোপালপুর পৌরসভা এলাকা থেকে ভ্যান, আটোগাড়ী, মোটরসাইকেল ও নৌকাযোগে হাজার হাজার নেতাকর্মী, সমর্থকরা  রামকৃষ্ণপুর ঈদগাহ ও চিনিবটতলা এলাকায় জড়ো হয়ে নাটোর জেলা জামায়াতের আমীর ডা: অধ্যাপক মীর নুরুল ইসলামের নেতৃত্বে মিছিল শুরু হয় । দাঁড়িপাল্লা দাঁড়িপাল্লা সহ ফ্যাসিবাদ বিরোধী বিভিন্ন স্লোগান দিয়ে মিছিলটি লালপুর থানা সড়ক, লালপুর বাজার, ত্রিমোহনী চত্বর হয়ে লালপুর শ্রী সুন্দরী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এসে সংক্ষিপ্ত সমাবেশ করে।
লালপুর উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি হাফেজ আফজাল হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, নাটোর জেলা জামায়াতের আমীর অধ্যাপক ডক্টর মীর নুরুল ইসলাম, লালপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট মাসুদ রানা, সহকারি সেক্রেটারী মহসিন আলম, ইসলামী ছাত্রশিবির নাটোর জেলা সভাপতি জাহিদ হাসান প্রমুখ।
এসময় বক্তারা বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী এমন এক বাংলাদেশ বিনির্মাণ করতে চাই যেখানে কোন বৈষম্য থাকবে না, যেখানে মানুষ মানুষের জন্য কাজ করবে, এ সময় তারা আরো বলেন, নতুন করে আর কোন ফ্যাসিবাদ যেন বাংলাদেশে ফিরে আসতে না পারে সেজন্য সবাইকে গণতন্ত্র ও ন্যায়ের পক্ষে ঐক্যবদ্ধ থাকতে হবে। গণ মিছিল ও সমাবেশ শেষে জলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মার মাগফেরাত কামনা ও আহতদের সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।


এই বিভাগের আরোও খবর

Logo