জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলা নিয়ে গঠিত জামালপুর-৪ আসন দেশের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ ও পরিচিত আসন। স্বাধীনতা পরবর্তী সময়ে এই আসন থেকে একাধিকবার নির্বাচিত হয়ে বিএনপি ও আওয়ামী লীগের প্রার্থী মন্ত্রীত্ব লাভ করেছেন। এই ভিআইপি আসনে আগামী ১৩তম জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে রাজনৈতিক মাঠ। ইতোমধ্যে এই আসনে বিএনপি একক প্রার্থী নির্ধারণ করেছে। তবে, মাঠে সক্রিয় রয়েছে জামায়াতে ইসলামী, এনসিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস ও গণঅধিকার পরিষদের নেতারা।
নির্বাচনের তারিখ এখনো ঘোষণা না হলেও, সরিষাবাড়ীর রাজনৈতিক মাঠে চলছে সরব প্রস্তুতি। বিএনপি, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের সম্ভাব্য প্রার্থীরা নিয়মিতভাবে সভা-সমাবেশ, পথসভা ও গণসংযোগ করছেন।
বিএনপির ভেতরে মনোনয়ন নিয়ে কোনো মতভেদ না থাকায় এ আসনে ফরিদুল কবির তালুকদার শামীম একক প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন। তিনি জামালপুর জেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান। প্রয়াত বিএনপি নেতা, সাবেক মন্ত্রী ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের ভাতিজা শামীম এর আগে ২০০৮ সালের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে কিছু ভোটের ব্যবধানে আওয়ামী লীগের প্রার্থীর কাছে পরাজিত হন। ২০১৮ সালের নির্বাচনে দলীয় মনোনয়ন পেলেও হাইকোর্টের আদেশে তার প্রার্থিতা বাতিল হয়।
বিএনপির ভেতরে কোন বিভক্তি না থাকায় এই আসনে ফরিদুল কবির তালুকদার শামীমের নির্বাচনী মাঠ অনেকটাই সুসংগঠিত। উপজেলার ১টি পৌরসভা ও ৮টি ইউনিয়নে নিয়মিত গণসংযোগ চালিয়ে যাচ্ছেন তিনি। নেতাকর্মী ও সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময়, উঠান বৈঠক ও পথসভা করে আগেভাগেই জয়ের প্রস্তুতি নিচ্ছেন।
অন্যদিকে, জেলা জামায়াতের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল আওয়াল এই আসনে দলীয় প্রার্থী হিসেবে মাঠে সক্রিয়। একজন সৎ, গ্রহণযোগ্য এবং পরিচিত মুখ হিসেবে তিনি বাজার, চৌরাস্তা, স্কুল-মাদ্রাসা, প্রতিষ্ঠান এবং বিভিন্ন জায়গায় গণসংযোগ করছেন। জামায়াতের পক্ষ থেকেও এ আসনে পূর্ণ প্রস্তুতি রয়েছে।
এছাড়াও এনসিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ খেলাফত মজলিস এ আসনে সক্রিয়ভাবে সাংগঠনিক কার্যক্রম চালাচ্ছে।
এনসিপি এরই মধ্যে প্রচারণা শুরু করেছে। ইসলামী আন্দোলন বাংলাদেশের আলী আকবর সিদ্দীক নিয়মিত গণসংযোগে রয়েছেন। খেলাফত মজলিসের মুফতি মোখলেছুর রহমানও জনসম্পৃক্ততায় সচেষ্ট।
অন্যদিকে, সিপিবি ও গণঅধিকার পরিষদ এখনো এই আসনে তাদের প্রার্থী চূড়ান্ত করেনি। তবে মাঠের রাজনীতিতে তাদের উপস্থিতি টের পাওয়া যাচ্ছে।
রাজনীতিবিদদের ভাষ্যমতে, সরিষাবাড়ী তথা জামালপুর-৪ আসনে ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা থাকলেও, বিএনপির সংগঠিত অবস্থান এবং একক প্রার্থীতার কারণে দলটি তুলনামূলকভাবে এগিয়ে রয়েছে।