বাংলাদেশে জনগণের ভোটেই বিএনপি সরকার গঠিত হবে

সুজাত মোল্লা প্রকাশিত: ৬ আগস্ট , ২০২৫ ১৮:২৯ আপডেট: ৬ আগস্ট , ২০২৫ ১৮:২৯ পিএম
বাংলাদেশে জনগণের ভোটেই বিএনপি সরকার গঠিত হবে
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক বলেছেন, আগামী ফেব্রুয়ারি মাসে দেশে নির্বাচন অনুষ্ঠিত হবে।

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক বলেছেন, আগামী ফেব্রুয়ারি মাসে দেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। বাংলাদেশে জনগণের ভোটেই বিএনপি সরকার গঠিত হবে। যারা ফ্যাসিস্টের বিরুদ্ধে যুদ্ধ,আন্দোলন করেছে তাদেরকে সাথে করে নিয়েই জাতীয় সরকার গঠন করবে বিএনপি।বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক বলেছেন, আগামী ফেব্রুয়ারি মাসে দেশে নির্বাচন অনুষ্ঠিত হবে।বাংলাদেশে জনগণের ভোটেই বিএনপি সরকার গঠিত হবে। যারা ফ্যাসিস্টের বিরুদ্ধে যুদ্ধ,আন্দোলন করেছে তাদেরকে সাথে করে নিয়েই জাতীয় সরকার গঠন করবে বিএনপি।মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল ৫টায় রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড়ের মিল মার্কেট এলাকায় শেখ হাসিনা সরকারের পতনের বর্ষপূর্তি উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এম এ মালেক বলেন, একটি চক্র ভারতের প্রেসক্রিপশন অনুযায়ী দেশে অরাজকতা সৃষ্টির ষড়যন্ত্র করছে। আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে এবং ধানের শীষের বিজয় নিশ্চিতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আমাদের নেতা তারেক রহমানের নির্দেশে আপনারা টেকসই বাংলাদেশ গড়তে সহযোগিতা করবেন।তিনি আরও বলেন, ফরিদপুর ও রাজবাড়ীর প্রত্যেকটি আসনই ধানের শীষ বিজয়ী হবে। আমাদের দলের বিরুদ্ধে বিভিন্নভাবে ষড়যন্ত্র করে দুই একটা রাজনৈতিক দল বিএনপির বিরুদ্ধে কাজ করছে, তারা বিএনপির এজেন্ট হিসেবে কাজ করছে। আমরা বিশ্বাস করি যতই বাঁধা আসুক জনগণের ধানের শীষের প্রতি ভালোবাসা আছে। রাজবাড়ী সদর, পৌর ও গোয়ালন্দ উপজেলা ও পৌর বিএনপির যৌথ আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট লিয়াকত আলী বাবু। সভা সঞ্চালনা করেন সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন গাজী।সভায় আরও বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি ও রাজবাড়ী ১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এ্যাড. মো. আসলাম মিয়া, রাজবাড়ী পৌর বিএনপির সভাপতি মো.তোফাজ্জল হোসেন মিয়া, রাজবাড়ী পৌর বিএনপির সাবেক সভাপতি মাহবুব চৌধুরী দুলাল, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল মালেক খান, জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। আলোচনা সভা শেষে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বিজয় মিছিল বের করা হয়।

এই বিভাগের আরোও খবর

Logo