কাওসার হামিদ

কাওসার হামিদ

তালতলী উপজেলা প্রতিনিধি(বরগুনা)


কচুরিপানায় দেড় মাস খেয়া চলাচল বন্ধ,দুর্ভোগে ৭ গ্রামের মানুষ

জানা যায়, উপজেলার শারিকখালী ইউনিয়নে কচুপাত্রা খালের বাদুরগাছা-বেতমোর এলাকায় গত ৫০ বছর যাবৎ দড়িটানা খেয়া রয়েছে। শারিকখালী ইউনিয়নের ৭-৮টি গ্রাম থেকে তালতলী উপজেলা প্রায় ২৫ কিলোমিটার দূরত্ব এবং ঐ সকল গ্রাম থেকে পাশ্ববর্তী কলাপাড়া উপজেলা মাত্র ৫ কিলোমিটার। কলাপাড়া উপজেলা কাছাকাছি হওয়াতে ঐ এলাকার মানুষ কচুপাত্রা খালের বেতমোর দড়িটানা খেয়া পাড়ি দিয়ে দৈনন্দিন কাজ করতে যান কলাপাড়া শহরে। এ ছাড়াও ঐ এলাকায় কোনো স্কুল কলেজ না থাকায় খালের ওপাড়েই স্কুল-কলেজে এপারের প্রায় তিন শতাধিক ছাত্র ছাত্রী লেখাপড়া করতে যান। চলতি বছরের মে মাসের ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে ঐ খালে কচুরিপানায় ভরে গেলে খেয়া চলাচল বন্ধ হয়ে যায়। যা অপসরন করাও যাচ্ছে না। খেয়া পারাপার বন্ধ থাকায় চরম বিপাকে পড়েছে এই এলাকার মানুষ। বর্তমানে কলাপাড়া শহড়ে যেতে হলে প্রতিদিন তাদের প্রায় ২০-২৫ কিলোমিটার পথ অটোরিক্সা বা মটরসাইকেল করে যেতে হয়। গুনতে হচ্ছে দৈনিক ১৫০ থেকে ২০০ টাকা ভাড়া। এদিকে খালের ওপাড়েই স্কুল-কলেজ থাকায় তিন শতাধিক ছাত্র-ছাত্রীদের স্কুলে যাওয়া বন্ধ রয়েছে ও প্রায় ৭-৮ গ্রামের দিনমজুর মানুষের দৈনন্দিন কাজ বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছে। বাধ্য হয়ে ব্রিজ চেয়ে মানববন্ধন করেছেন শিক্ষার্থীসহ এলাকাবাসী।

বেপরোয়া গতির অটোরিকশার চাপায় নিহত ১

জানা গেছে, উপজেলার বড়বগী ইউনিয়নের ছোট ভাইজোড়া এলাকার নিজ বাড়ি থেকে তালতলী বাজারে যাচ্ছিলেন। মালিপাড়া নামক এলাকায় গেলে পেছেন থেকে বেপরোয়া গতির অটোরিকশা এসে চাপা দেয়। এতে মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলে অজ্ঞান হয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে তালতলী হাসপাতালে নিয়ে যায়। তালতলী হাসপাতালের কর্তব্যরত ডাক্তার তাকে মৃত্যু ঘোষনা করেন। এদিকে ঘটনার সাথে সাথেই অটোরিকশা ফেলে ড্রাইভার পালিয়ে যায়। ড্রাইভারকে কেউ শনাক্ত করতে পারেনি।

এতিমখানার নামে প্রায় ২৫ লাখ টাকা বিল দেওয়ার অভিযোগ

জানা যায়, এতিমখানার এতিম শিক্ষার্থীদের জন্য জনপ্রতি মাসে দুই হাজার টাকা করে সরকারি বরাদ্দ দেওয়া হয়। এই বরাদ্দের টাকার মধ্যে খাদ্য বাবদ ১ হাজার ৬০০, পোশাক বাবদ ২০০, ওষুধ ও অন্যান্য বাবদ ২০০ টাকা। এ উপজেলার ১২টি এতিমখানার জন্য ১ম কিস্তিতে ৩১ লাখ ৮ হাজার টাকা বরাদ্দ আসে। চলতি অর্থবছরে বরাদ্দের জন্য এ উপজেলার এতিমখানার কর্তৃপক্ষ এতিমদের নামের তালিকা সমাজসেবা কর্মকর্তার কার্যালয়ে দাখিল করে। এতিম শিশুদের এ তালিকা উপজেলা ক্যাপিটেশন গ্র্যান্ট মনিটরিং কমিটি যাচাই-বাছাই করে রেজুলেশনের মাধ্যমে অনুমোদনের পরে বিল দেওয়ার কথা। উপজেলা ক্যাপিটেশন গ্র্যান্ট মনিটরিং কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসারকে অবগত না করে বা কোনো ধরনের রেজুলেশন না করেই গত ৩০ মে সমাজসেবা অফিসার মো. তাহসিন উপজেলার ৭টি নাম সর্বস্ব এতিমখানার ২০৭ জন শিক্ষার্থীর বিপরীতে ২৪ লাখ ৮৪ হাজার টাকার বরাদ্দের চেক দেওয়া হয়। সমাজসেবা অফিসার মো. তাহসিনের যোগসাজেসে প্রতিষ্ঠান প্রধানদের সহযোগিতায় এই নাম সর্বস্ব এতিমখানার টাকা আত্মসাধ করেছেন।

তালতলীতে ভূমি সেবা সপ্তাহ পালিত

সহকারী কমিশনার (ভূমি ) অমিত দত্ত’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সিফাত আনোয়ার তুমপা। সভায় বক্তারা অনলাইনে জমির খাজনা প্রদান,ই নাম জারি, অনলাইনে বাড়িতে বসেই প্রদান করাসহ ভূমি অফিসের সকল সেবা প্রদানের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

মানুষের বাড়ি বাড়ি খাবার পৌছে দিলো ইউএনও

বরগুনার তালতলীতে ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত ও দুর্গত মানুষের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী পৌছে দিলো ইউএনও।

তালতলী উপজেলা বিএনপি’র সদস্য সচিব বহিষ্কার

৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহন করার বরগুনার তালতলী উপজেলা বিএনপি’র সদস্য সচিব মোস্তাফিজুর রহমান মোস্তাককে বহিষ্কার করেছে কেন্দ্রীয় বিএনপি।

নিশানবাড়ীয়া ইউনিয়ন চেয়ারম্যানকে ৫০ হাজার জরিমানা

বরগুনার তালতলী উপজেলা পরিষদ নির্বাচনে আচরণব্যাধি লঙ্ঘনের অপরাধে চেয়ারম্যান প্রার্থী রেজবি উল কবির জোমাদ্দারের সমার্থক নিশানবাড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান বাচ্চুকে ৫০ হাজার টাকা জরিমানা ও চারজনকে আটক করেছে ভ্রাম্যমান আদালত। পরে তাদের মুজলেখা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

এক চেয়ারম্যান প্রার্থীসহ দুই ভাইস চেয়ারম্যানের মনোনয়ন প্রত্যাহার

বরগুনার তালতলী পজেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিনে এক চেয়ারম্যান প্রার্থী ও দুই ভাইস চেয়ারম্যান প্রার্থী তাদের মনোনয়ন পত্র প্রত্যাহার করেছেন।রবিবার (১৯ মে) দুপুরে সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে প্রার্থীরা তাদের মনোনয়ন প্রত্যাহারের আবেদন করেন। বিষয়টি নিশ্চিত করেন উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সিফাত আনোয়ার তুমপা ।

Logo